এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > প্রার্থী নিয়ে এবার ক্ষোভের বহিঃপ্রকাশ গেরুয়া কর্মী-সমর্থকদের, জল্পনা তুঙ্গে

প্রার্থী নিয়ে এবার ক্ষোভের বহিঃপ্রকাশ গেরুয়া কর্মী-সমর্থকদের, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল শিবিরের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দেখা যাচ্ছে দলীয় নেতাদের ব্যাপক অসন্তোষ। তাঁরা প্রার্থী তালিকায় স্থান না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন ভাবে। ক্ষোভের রেশ এতটাই যে দীর্ঘদিনের দলের সাথে সম্পর্ক ত্যাগ করে তাঁরা রাতারাতি যোগ দিয়েছেন গিয়ে গেরুয়া শিবিরে। তাঁদের মধ্যে সোনালী গুহ, রবীন্দ্রনাথ ভট্টাচার্যসহ তৃণমূলের বহু নেতা নেত্রীরা পা দিয়েছেন বা দেবেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে গেরুয়া শিবিরেও কিন্তু শান্তি নেই।

গত শনিবার বিজেপির পক্ষ থেকে দু’দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। তারপরেই শুরু হয়েছে দলের অন্দরে ব্যাপক অশান্তি। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে শুরু হয়েছে দলীয় কোন্দল। এই এলাকায় বিজেপি দাঁড় করিয়েছে প্রশান্ত বেরাকে। কিন্তু এলাকার বিজেপি কর্মীরা দলের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না গতকাল এই ঘটনার জেরে প্রতিবাদে সামিল হন বিজেপির দলীয় কর্মীদের একাংশ। বিজেপির অন্দরে ক্ষোভের কারণ বিশ্লেষণ নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি কর্মীরা একাংশ অভিযোগ জানিয়েছেন, দলীয় প্রার্থী প্রশান্ত বেরা ইতিমধ্যেই দলের একাধিক জনকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। তাই প্রশান্ত বেরাকে কেউ মেনে নিতে পারছেন না। আর সেকারণেই দাসপুর অঞ্চলের প্রার্থী বদল এর পাশাপাশি প্রশান্তর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগও করেন স্থানীয় দলীয় কর্মীদের একাংশ। তবে দাসপুরের বিজেপি কর্মীদের একাংশ জানিয়েছেন, তাঁরা দলের বিরুদ্ধে নয়, শুধুমাত্র প্রার্থীর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।

মনে করা হচ্ছে, তৃণমূল শিবিরের থেকে নিজেদেরকে আলাদা রাখতেই দাসপুরের গেরুয়া শিবিরের একাংশ প্রার্থীরা এই দাবি করছেন। বিশেষজ্ঞদের মতে, সামনেই একুশের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে গেরুয়া শিবির স্বপ্ন দেখছে বাংলার মসনদ দখল করার। সেক্ষেত্রে যদি দলের অন্দরে এ ধরনের বিক্ষোভ শুরু হয়, তাহলে কিন্তু অচিরেই বিজেপির স্বপ্নভঙ্গ হবে বলে মনে করা হচ্ছে। আপাতত গেরুয়া গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করে, সে দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!