এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রার্থী পছন্দ না হওয়ায় ভোটের ফলাফলে তৃণমূলের অন্তর্ঘাতের হুঁশিয়ারি স্পষ্ট, তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

প্রার্থী পছন্দ না হওয়ায় ভোটের ফলাফলে তৃণমূলের অন্তর্ঘাতের হুঁশিয়ারি স্পষ্ট, তীব্র জল্পনা রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার বেশ কিছুদিন পরে প্রথম তৃণমূলের পক্ষ থেকে একেবারে 291 টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেই প্রার্থী তালিকা ঘোষণার পর তৃণমূল শিবিরে বড়োসড়ো ভাঙন দেখা গিয়েছিল। এক রাতের মধ্যে দলে প্রার্থীপদ না পেয়ে অনেকেই দল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। অন্যদিকে তৃণমূলের প্রার্থীপদ নিয়ে অনেকেরই আপত্তি থাকলেও দলনেত্রীর নির্দেশ সবাই মেনে নিয়েছে শেষমেশ। কিন্তু এখনো বহু জায়গায় যে ধিকি ধিকি আগুন জ্বলছে সে ব্যাপারে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা। আর এরকমই আগুনের আঁচ পাওয়া গেল জামালপুর বিধানসভায়। জামালপুরের ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি জানিয়েছিলেন সেখানকার নেতারা।

কিন্তু শেষ পর্যন্ত জামালপুরের প্রার্থী হয়েছেন অলোক মাঝি যাকে বহিরাগত আখ্যা দিয়েছেন এলাকার নেতারা। এবং ভোটের মুখে এসে বিভিন্ন জায়গায় ব্যানার-পোস্টার দেখা যাচ্ছে, যেখানে লেখা রয়েছে ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা সামনে আসায় যেমন তৃণমূল শিবিরের অস্বস্তি বেড়েছে, ঠিক সেভাবেই গেরুয়া শিবিরের উৎফুল্লতা প্রকাশ পেয়েছে। সূত্রের খবর, প্রার্থী তালিকা ঘোষণার বহু আগে থেকেই জামালপুরের তৃণমূল নেতা ও কর্মীরা সেখানকার ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি জানিয়ে আসছিলেন। জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন শ্রীমন্ত রায়। তিনি এবং তাঁর অনুগতরা স্থানীয় ক্ষেত্রমোহন মাঝি অথবা অমল দলুইকে প্রার্থী করার দাবি তোলেন।

আবার তৃণমূলের অন্য গোষ্ঠী জামালপুরের তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান ও তাঁর অনুগামীরা এলাকার উচ্চ শিক্ষিত মানুষ ভূতনাথ মালিককে প্রার্থী করার দাবি জানান। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় তৃণমূল সুপ্রিমো জামালপুরের তৃণমূল শিবিরের দুই পক্ষের দাবিকে সরিয়ে রেখে প্রার্থী করেছেন গোলসি বিধানসভা থেকে অলোক মাঝিকে তুলে এনে। খুব স্বাভাবিকভাবেই অলোক মাঝির নাম ঘোষণা হতেই জমালপুর তৃণমূল কর্মী নেতারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মেহমুদ খান এবং তাঁর অনুগামীরা অলোক মাঝির হয়ে কোনরকম প্রচারে অংশগ্রহণ করেননা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ব্লক তৃণমূল সভাপতি শ্রীমন্ত রায় নেত্রীর নির্দেশ মেনে অলোক মাঝির হয়ে ভোট প্রচার শুরু করে দেন। কিন্তু পরিস্থিতির বদল ঘটে এর কিছুদিন পরে যখন ব্লক সভাপতি শ্রীমন্ত রায়কে সরিয়ে দিয়ে সে জায়গায় নিয়ে আসা হয় মেহমুদ খানকে। এবার মেহমুদ ব্লক সভাপতির পদে আসার পর তাঁর অনুগামীদের নিয়ে অলোক মাঝির হয়ে ভোটের প্রচারে নেমে পড়েন। আর তারপরেই গত 6 মার্চ সকাল থেকে জামালপুরের দিকে দিকে বিক্ষুব্ধ ব্যানার-পোস্টার দেখা যায়। সেখানে লেখা আছে, ভূমিপুত্রকে যদি প্রার্থী না করা হয় তাহলে ভোটের দিন তৃণমূল কর্মীরা সাপ লুডু খেলে দেবে। খুব স্বাভাবিকভাবেই এই পোস্টারের মাধ্যমে তৃণমূলের অন্তর্ঘাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ঘটনা প্রকাশ্যে আসতেই যথারীতি তৃণমূল শিবির চূড়ান্ত অস্বস্তিতে। অন্যদিকে এই ব্যানার প্রসঙ্গে তৃণমূল প্রার্থী অলোক মাঝি আশঙ্কা প্রকাশ করেছেন, কাজটি বিরোধীদের হতে পারে বলে। পাশাপাশি তিনি জানিয়েছেন, জামালপুরে নেতাকর্মীরা তাঁর হয়েই প্রচার চালাচ্ছেন। অন্যদিকে জামালপুর ব্লক তৃণমূলের সভাপতির দায়িত্ব পেয়ে এদিন মেহমুদ খান জানিয়েছেন, অলোক মাঝি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি মাত্র। 294 টি আসনের প্রত্যেকটিতে আসলে লড়াই করছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই তৃতীয়বার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য তৃণমূল কর্মীরা লড়ছেন।

অন্যদিকে আবার প্রাক্তন ব্লক সভাপতি শ্রীমন্ত রায় জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কোনো দায়িত্ব নিতে পারবেন না যেহেতু তিনি কোন পদে নেই। এ প্রসঙ্গে জামালপুর বিধানসভায় বিজেপির আহ্বায়ক জিতেন ডকাল জানিয়েছেন, জামালপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ক্রমশ খেলা জমে উঠেছে। এবারের বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ দখল কে করবে, তা নিয়ে চলছে তীব্র লড়াই। কিন্তু প্রার্থী পছন্দ না হওয়ায় যেভাবে জামালপুরে পোস্টার পড়ছে তা দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক তৃণমূলের কাছে। একদিকে যেখানে একুশের রণনীতি তৈরি হচ্ছে, ঠিক সেসময় দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব ঘাসফুল শিবিরকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। আপাতত জামালপুরের অন্তর্ঘাত আটকাতে তৃণমূল নেত্রী কি ব্যবস্থা গ্রহণ করেন, সেটাই দেখার!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!