এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রার্থী তালিকা প্রকাশ হতেই তৃণমূলের সাধের সংখ্যালঘু ভোটে ভাঙনের ইঙ্গিত, দল ছাড়লেন সংখ্যালঘু হেভিওয়েট বিধায়ক

প্রার্থী তালিকা প্রকাশ হতেই তৃণমূলের সাধের সংখ্যালঘু ভোটে ভাঙনের ইঙ্গিত, দল ছাড়লেন সংখ্যালঘু হেভিওয়েট বিধায়ক

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের সংখ্যালঘু ভোট তৃণমূলের অন্যতম শক্তি বলে পরিচিত। আজ প্রার্থী তালিকা প্রকাশ হবার পর সেই সংখ্যালঘু গোষ্ঠীর অন্যতম নেতা তথা বিধায়ক রাতারাতি দল ছাড়লেন। প্রার্থী তালিকা নিয়ে অনেকেই ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। সে রকমই একজন হলেন নলহাটি আসনের বিদায়ী তৃণমূল বিধায়ক মইনউদ্দিন শামস। কিন্তু এবারের নির্বাচনী নলহাটি থেকে মইনউদ্দিন শামসের বদলে তৃণমূলের প্রার্থী হিসেবে মমতা ব্যানার্জ্জী নাম নিয়েছেন রাজেন্দ্রপ্রসাদ সিংয়ের। আর এই নিয়েই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন মইনউদ্দিন। রীতিমতো ফেসবুক লাইভে এসে দলের প্রতি বিস্ফোরক অভিযোগ করে দল ছাড়লেন তিনি।

গতকালই মইনউদ্দিনকে দেখা গিয়েছিল নিজের বিধানসভা এলাকায় তৃণমূলের হয়ে প্রচার চালাতে। কিন্তু এক রাতের মধ্যে তাঁর মনোভাব বদলে গেল। আজ বিধানসভা নির্বাচনের টিকিট না পেতেই দলনেত্রীর ওপর ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের বিদায়ী বিধায়ক। 2016 সালে নলহাটি থেকে বিধায়ক হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কলিমউদ্দিন শামসের পুত্র মইনউদ্দিন সামস। নলহাটি থেকে দুবার এর বিধায়ক ছিলেন কলিমউদ্দিন শামস। 2005 সালে তিনি অসুস্থতার কারণে মন্ত্রীত্ব ছেড়ে দেন। এরপর 2011 য় এই বিধানসভা থেকে প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় জেতেন। এরপর তিনি জঙ্গিপুর থেকে সাংসদ হওয়ায় 2013 সালে উপনির্বাচনে নলহাটি আসনটি দখল নেয় ফরওয়ার্ড ব্লক।

এর পরের বিধানসভা ভোটে অর্থাৎ 2016 সালে নলহাটি বিধানসভা দখল করে তৃণমূল এবং এই আসন থেকে নির্বাচিত হন কলিমউদ্দিন শামসের পুত্র মইনউদ্দিন শামস। তবে তৃণমূল ছাড়লেও মইনউদ্দিন শামসের দাবি, তিনি এলাকা ছাড়বেন না। ইঙ্গিত দিয়েছেন, অন্য দলে যোগ দিয়ে তিনি নলহাটি থেকে প্রার্থী হিসেবে ফেরত আসবেন। সেক্ষেত্রে মইনউদ্দিন শামসের বাম-কংগ্রেস-আই এস এফ জোটে যোগ দেওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। ফেসবুক লাইভে এদিন নলহাটির দলত্যাগী তৃণমূল বিধায়ক মইনউদ্দিন অভিযোগ করেছেন, তিনি সংখ্যালঘু বলেই তাঁকে বাদ দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, তাঁকে ফেজ টুপি পড়তে বারণ করা হয়েছিল দলে। তিনি শোনেননি বলেই তাকে প্রার্থী করা হলোনা। পাশাপাশি তিনি দাবি করেন, দুর্নীতির সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিলনা। একইসাথে মইনউদ্দিন জানান, বাংলায় তৃণমূল বিজেপির বি টিম হয়ে কাজ করছে। একই দাবী বাম-কংগ্রেস-আইএফএসেরও। তৃণমূলকে হারানোর অঙ্গীকার নিয়ে দল ছাড়লেন মইনউদ্দিন। তবে তিনি কোন দলে যাবেন, তা তিনি ফেসবুক লাইভেই জানাবেন বলে জানিয়েছেন।

তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভের বহিঃপ্রকাশ হতে শুরু করেছে। দলের বড় ছোট অধিকাংশ নেতারাই যারা প্রার্থী তালিকায় স্থান পাননি, তারা নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন প্রকাশ্যে অথবা গোপনে। সেক্ষেত্রে সংখ্যালঘু নেতা মইনউদ্দিন শামসের দলের প্রতি বিক্ষুব্ধ মনোভাব একুশের বিধানসভার নির্বাচনে সংখ্যালঘু ভোটে ভাঙন ধরার ইঙ্গিত দিচ্ছে বলে দাবী ওয়াকিবহাল মহলের। সেক্ষেত্রে রাজ্যের শাসক দল তৃণমূলের বিপর্যয়ের মুখে দাঁড়ানোর ইঙ্গিত স্পষ্ট হচ্ছে ক্রমে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!