এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > বিজেপি প্রার্থী হিসাবে শুভেন্দু-ঘনিষ্ঠ নেতার নামে পোস্টার! উঠল তৃণমূলের চক্রান্তের অভিযোগ!

বিজেপি প্রার্থী হিসাবে শুভেন্দু-ঘনিষ্ঠ নেতার নামে পোস্টার! উঠল তৃণমূলের চক্রান্তের অভিযোগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গেরুয়া শিবিরে বরাবরই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় নির্দেশে। রাজ্যজুড়ে একুশের বিধানসভা নির্বাচন আসতে আর বিশেষ দেরি নেই। ইতিমধ্যেই অবশ্য দেওয়াল লিখন নিয়ে শুরু হয়েছে বেশ তোড়জোড়। তৃণমূল, বামেরা রাজ্যের বেশ কিছু জায়গায় দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। এবার একই পদ্ধতিতে দেখা গেল দেওয়াল লিখন ও পোস্টার পড়ল দাদার অনুগামীদের। বাঁকুড়ার বিজেপি নেতা জয়ন্ত মিত্রের নামে পোস্টার দিল অনুগামীরা। পোস্টারে লেখা রয়েছে বিধানসভা ভোটে তালডাংরা থেকে বিজেপির হয়ে লড়বেন বিজেপি নেতা জয়ন্ত মিত্র। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়েছে তীব্র গুঞ্জন।

পাশাপাশি এই ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলেও অভিযোগ বিজেপি নেতার। প্রসঙ্গত, দীর্ঘদিন তৃণমূল কর্মী থাকার পর ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী দল ত্যাগ করার পর দলবদল করেন জয়ন্ত মিত্র। যোগ দেন গেরুয়া শিবিরে। এখনো পর্যন্ত গেরুয়া শিবিরের পক্ষ থেকে কোনরকম প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। কিন্তু তার আগেই সিমলাপাল-তালডাংরা এলাকায় বেশ কিছু পোস্টার নজরে এসেছে, যেখানে জয়ন্ত মিত্রকে প্রার্থী হিসেবে নির্দেশ করে তাঁকে ভোট দেওয়ার কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। পাশাপাশি জয়ন্ত মিত্র নিজেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি দাবি করেছেন, তাঁকে বদনাম করার জন্যই তৃণমূলের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। পুরোটাই ষড়যন্ত্রের নাম দিয়েছেন বিজেপি নেতা জয়ন্ত মিত্র। অন্যদিকে এই ঘটনায় বাঁকুড়ার বিজেপির জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র জানিয়েছেন, গেরুয়া শিবিরের কোন দাদা বা দিদির অনুগামী নেই। সেক্ষেত্রে এটি তৃণমূলের কাজ হতে পারে। অন্যদিকে বিজেপি তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করালেও তৃণমূল শিবিরের কারোর এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, দলবদল করে এলেও বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে কিন্তু গেরুয়া শিবির যথেষ্ট হিসাব-নিকাশ করছে। তৃণমূল থেকে আসলেই যে সে প্রার্থী টিকিট পাবে, তার কোন নিশ্চয়তা নেই। তাই স্বাভাবিক ভাবেই তৃণমূল ছেড়ে আসা বর্তমান বিজেপি নেতা জয়ন্ত মিত্র যে টিকিট পাবেই তারও কোনো নিশ্চয়তা নেই। তাই মনে করা হচ্ছে, হয়তো জয়ন্ত মিত্রকে প্রার্থী হিসেবে চেয়ে গেরুয়া শিবিরকে বার্তা দেওয়া হল একপ্রকার। তবে পরবর্তীতে জয়ন্ত মিত্র আদৌ প্রার্থী পদ লাভ করেন কিনা সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!