এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রার্থী তালিকা প্রকাশের আগেই তৃণমূল শিবিরে অশান্তির আগুন, বাড়ছে জল্পনা

প্রার্থী তালিকা প্রকাশের আগেই তৃণমূল শিবিরে অশান্তির আগুন, বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আর কিছুদিনের মধ্যেই রাজ্যজুড়ে শুরু হতে চলেছে 2021 এর বিধানসভা নির্বাচন- রাজ্যের মসনদ দখলের লড়াই। ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। যদিও ভোটের দিন ঠিক হলেও এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে বিভিন্ন গুঞ্জন শুরু হলেও এখনো পর্যন্ত তৃণমূল নেত্রী এই নিয়ে কোনো বার্তা দেননি। তবে প্রার্থী বাছাই নিয়ে কিন্তু দলের অন্দরেও বিভিন্ন ক্ষোভ-বিক্ষোভ মাথাচাড়া দিচ্ছে। এরকমই ঘটনা দেখা গেল জলঙ্গিতে। তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাক মণ্ডলের বিরুদ্ধে এবার প্রার্থী করার বিরোধিতায় সুর মেলালেন তৃণমূলেরই একাংশ।

এর আগে সাগরদিঘীতও দেখা গিয়েছিল এরকম অশান্তি দেখা গেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটের আগে প্রার্থী তালিকা নিয়ে যেভাবে দলের অন্তর্কলহ সামনে আসছে, তাতে শাসকদলের কপালে চিন্তার ভাঁজ যে চওড়া হচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে জলঙ্গীর পরিস্থিতি দেখে ইতিমধ্যেই তৃণমূলের একাংশ প্রমাদ গুনতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে নির্বাচন। তার আগেই যেভাবে জলঙ্গি এলাকায় তৃণমূলের অন্দরে ভাঙন ধরেছে, তা দলের বিপদ ক্রমশ বাড়াতে চলেছে বলে মনে করা হচ্ছে। আব্দুর রাজ্জাক মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরেই। কিছুদিন আগেই তিনি সিপিএম থেকে তৃণমূলে এসেছিলেন প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারীর হাত ধরে।

যথারীতি তিনি শুভেন্দু অনুগামী বলেই পরিচিত রাজনৈতিক মহলে। আর তাই তৃণমূলের একাংশ দাবি তুলেছেন, বিধানসভায নির্বাচনে যদি আব্দুর রাজ্জাক মন্ডলকে প্রার্থী করা হয়, তাহলে ওই এলাকায় দলের ভরাডুবি হবে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে রীতিমত সভা করে আব্দুর রাজ্জাক মন্ডলের বিরোধিতায় নেমেছে জলঙ্গীর তৃণমূলের নেতাকর্মীদের একাংশ। যার মধ্যে রয়েছেন- এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য প্রদীপ মণ্ডল থেকে জেলা পরিষদের তৃনমূল সদস্য ইকবাল আহমেদ পর্যন্ত। প্রসঙ্গত, আব্দুর রাজ্জাক গত বিধানসভা নির্বাচনে সিপিএমের হয়ে লড়েছিলেন। পরে তিনি তৃণমূলে এলেও দলের আদি কর্মীদের সঙ্গে কিন্তু তাঁর সখ্যতা গড়ে ওঠেনি বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের অনেকেই দাবি তুলেছেন, আব্দুর রাজ্জাক মন্ডল বাম কংগ্রেস জোটকে সাহায্য করছেন। সেক্ষেত্রে রাজ্জাক মন্ডলকে দল যদি প্রার্থী করে, তাহলে ঐতিহাসিক ভুল হবে। অন্যদিকে আব্দুর রাজ্জাক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বেশ কিছু নেতারা দলের কোনো বিষয়ে থাকেন না। তাঁরাই বিভিন্ন কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। তবে আব্দুর রাজ্জাক মন্ডল জানিয়েছেন, প্রার্থী তালিকা প্রস্তুত করবেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি যাকে যোগ্য মনে করবেন, তাঁকেই প্রার্থী করবেন। স্বাভাবিকভাবেই তৃণমূলের অন্দরে এই ভাঙন বিরোধী শিবিরে কটাক্ষের উদ্রেক করেছে। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, ভোটের মুখে তৃণমূলের অন্দরে এ ধরণের কোন্দল দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। খুব স্বাভাবিকভাবেই এবারের বিধানসভার নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জের শাসকদলের কাছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এ ধরনের ঘটনা শাসক শিবিরকে ক্রমশই অস্বস্তির মুখে ঠেলে দিচ্ছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!