এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রার্থী টিকিট নিয়ে মমতা ব্যানার্জ্জীকে ব্ল্যাকমেল? অভিযোগ তৃণমূলের হেভিওয়েটের দিকে, করলেন আরেক হেভিওয়েট

প্রার্থী টিকিট নিয়ে মমতা ব্যানার্জ্জীকে ব্ল্যাকমেল? অভিযোগ তৃণমূলের হেভিওয়েটের দিকে, করলেন আরেক হেভিওয়েট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বঙ্গ রাজনীতিতে ঢেউ তুলল আবার নতুন বিতর্ক। একুশের বিধানসভা নির্বাচনী লড়াই জেতার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল। এই মুহূর্তে তৃণমূলের সামনে সবথেকে বড় বাধা বিজেপি। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, বিজেপির থেকেও বড় বাধা তৃণমূলের অন্দরের বিভিন্ন সমস্যা। 

বিশেষজ্ঞদের এই চিন্তা যে অমূলক নয় তা আবারও প্রমাণিত হলো। তবে এবার তৃণমূলের দুই হেভিওয়েট নেতার বক্তব্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। সম্প্রতি ফিরহাদ হাকিমের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে তাঁকে বলতে শোনা গেছে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল প্রার্থী বদল করা নিয়ে তৃণমূল নেত্রীকে ব্ল্যাকমেল করেছেন।

ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গেছে রাজনৈতিক কাটাছেঁড়া। সম্প্রতি ফিরহাদ হাকিমের একটি কর্মীসভার ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ফিরহাদ হাকিম অনুব্রত মন্ডলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন মমতা ব্যানার্জ্জীকে ব্ল্যাকমেল করার জন্য। এই ঘটনা প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি ব্ল্যাকমেল শব্দটি প্রয়োগ করেননি। 

অন্যদিকে আবার অনুব্রত মণ্ডল ঘটনা প্রকাশ্যে আসায় পুরো ব্যাপারটি স্বীকার করে নিয়েছেন। প্রসঙ্গত জানা যাচ্ছে, ঝামেলার সূত্রপাত হয় মইনুদ্দিন শামসকে নিয়ে। ফিরহাদ হাকিম কর্মীসভায় অভিযোগ করেছেন, অনুব্রত মণ্ডল চাপ দিয়েছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় মইনুদ্দিন শামসকে টিকিট দেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি ফিরহাদ হাকিমের একটি কর্মীসভার ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে পুরমন্ত্রী দাবি করেছেন, মমতা ব্যানার্জ্জী নলহাটির টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মইনুদ্দিনকে। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার সময় ফিরহাদ জানতে পারেন মইনুদ্দিন টিকিট পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মইনুদ্দিনকে প্রার্থী না করার জন্য চাপ সৃষ্টি করেছিলেন অনুব্রত মণ্ডল। 

এই ভিডিওটি নিয়ে বিতর্ক যেমন শুরু হয়েছে, তেমনই ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে নলহাটি প্রার্থী কে হবে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে তার আলোচনা হয়েছিল সে কথা স্বীকার করে নিয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি দাবি করেছেন, মইনুদ্দিন শামসের সঙ্গে এলাকাবাসীর কোন সম্পর্ক ছিলনা। তাই তাঁকে আবার যদি নলহাটির প্রার্থী করা হতো, তাহলে তৃণমূলের জয় প্রশ্নের মুখে চলে যেত।

 সবদিক ভেবে তিনি প্রার্থী বদলের কথা বলেছিলেন তৃণমূল নেত্রীকে। তবে অনুব্রত মণ্ডলও তৃণমূল নেত্রীকে ব্ল্যাকমেলের অভিযোগ অস্বীকার করেছেন। ভোটের মুখে এ ধরনের ভিডিও প্রকাশ পাওয়ায় স্বাভাবিকভাবেই তীব্র অস্বস্তির মুখে তৃণমূল শিবির। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অনুমান করা যাচ্ছে এই ভিডিও আগামীদিনে বিরোধীদের হাতের অস্ত্র হতে চলেছে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!