এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রার্থীর নাম জানা নেই, বিজেপিতে শুরু দলীয় প্রতীক এঁকে দেওয়াল লিখন বা পোস্টার লাগানোর কাজ

প্রার্থীর নাম জানা নেই, বিজেপিতে শুরু দলীয় প্রতীক এঁকে দেওয়াল লিখন বা পোস্টার লাগানোর কাজ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে প্রার্থীর নাম ছাড়াই বিজেপির দেওয়াল লিখনের কথা জানা গিয়েছিল কিছুদিন আগে। সেখানে উঠে এসেছিল বীরভূমের ইলামবাজার, উত্তর ২৪ পরগনার বনগাঁ এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের নাম। তবে এবার আবারো বিজেপি দেওয়াল লেখা শুরু করেছে বলে জানা গেছে।

সেখানে বিজেপির কথা, কেন্দ্রীয় সরকারের কথা, কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্প এবং তার সাফল্য তুলে ধরতেই এই কাজ করা হয়েছিল বলে জানা গিয়েছিল। তবে এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা বিজেপির ভোট প্রচারের ব্যানারে ভরে গেছে বলে জানা গেছে। আর সেই ব্যানারে নাকি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করা হয়েছে বলেও জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, রায়গঞ্জ শহর-সহ ৩৫ নম্বর রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের নানা এলাকায় প্রার্থীর নাম ছাড়াই শুধু দলীয় প্রতীক এঁকে দেওয়াল লিখন করা হচ্ছে বা পোস্টার লাগানো হচ্ছে। এখানে নিবাচনের দিনক্ষণ ঘোষণার আগে থেকে বিজেপি হাত গুটিয়ে বসে থাকতে নারাজ বলেই জানা গেছে। তাই ২০২১ বিধানসভা ভোটের প্রচার এখন থেকে এভাবেই তারা শুরু করে দিয়েছে বলেই জানা যায়।

যদিও এই পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে বলে জানা গেছে। যদিও এই বিষয়ে বিজেপির তরফ থেকে জানান হয়েছে যে, আগামী নির্বাচনে মানুষ বিজেপিকেই চাইছে। তাই এই ব্যানার দেওয়া হয়েছে বলেও জানান হয়েছে। তাই সাধারণ মানুষই কোনও প্রচারের প্রয়োজন নেই বলেই জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে, তৃণমূলের তরফে এই কথার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে, বিজেপি লকডাউনে এই জেলার মানুষের জন্য কী কাজ করেছে, সেটা মানুষই জানেন। তাঁদের কথায় এতদিন কোনো কাজে বিজেপির কাউকে কোনও দিন দেখা যায়নি। তাই এ সব প্রচার করে কোনও লাভ নেই বলেই জানিয়েছেন তাঁরা। সেইসঙ্গে পুরো রাজ্যে তৃনমূলই জিতবে বলেও দাবি করেছেন তাঁরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!