এখন পড়ছেন
হোম > অন্যান্য > প্রসাধন সামগ্রীর ডেট এক্সপায়ার করে গেলেও এখন ‘নো চিন্তা’! নতুনভাবে লাগানো যাবে কাজে! জানুন

প্রসাধন সামগ্রীর ডেট এক্সপায়ার করে গেলেও এখন ‘নো চিন্তা’! নতুনভাবে লাগানো যাবে কাজে! জানুন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট– নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে কে না ভালোবাসে। অন্যের চোখে নিজেকে সুন্দর দেখানোর বা অন্যের মুখে নিজের সৌন্দর্যের তারিফ শোনার আনন্দটাই আলাদা। আর সেই সুন্দর করে তুলতে আমরা হরেক রকমের উপায় অবলম্বন করে থাকি। মোটা টাকা খরচ করে দামী ব্রান্ডের মেকআপ সামগ্রী কিনতে দুবার ভাবি না। তবে সেই জিনিসের যে ব্যবহারের একটা নির্দিষ্ট সময় আছে সেটা হয়ত ভুলে যাই। তাই ঝোঁকে পড়ে কনে ফেললেও পরে এক্সপায়ার করে গেলে দুঃখের সীমা থাকে না। তবে এবার সেই দুঃখে হয়ত কিছুটা মলম পড়লেও পড়তে পারে। কারণ আমাদের কাছে আছে কিছু উপায়, যাতে আপনার এক্সপায়ার করা জিনিস আবারও নিজের কাজে সহজেই লাগাতে পারবেন।

পারফিউম:- সেন্ট বা পারফিউম পুরনো হয়ে গেলেই আর শরীরে লাগানো চলে না। অগত্যা তাকে বাতিলের খাতায় ধরতে হয়। তবে এবার সেটাকে নিজের শরীরের জন্য ব্যবহার না করে রুম ফ্রেশনার কিংবা বাথরুম এয়ার ডিওডোরাইজার হিসেবে কাজে লাগানো যেতেই পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মাসকারা:- সাধারণত ৬ মাস পর মাসকারা ব্যবহার না করলেও এর ব্রাশ কিন্তু বেশ কাজের জিনিস। কোথাও যাওয়ার আগে মেক-আপ সেরে আইব্রো শেপ করতে এটা দিব্বি কাজে লাগে। সেক্ষেত্রে মাসকারার ব্রাশে সামান্য অলিভ অয়েল লাগিয়ে, সেটা দিয়ে আইব্রো ব্রাশ করে নিলেই কেল্লা ফতে। আবার পাকা চুল লুকোতে মোক্ষম দাওয়াই হিসেবেও ব্যবহার করা যেতে পারে মাসকারা ব্রাশ। এছাড়া কালার করার সময় এক্সট্রা এফেক্ট দিতেও কাজে লাগে এই ব্রাশ।

লিপস্টিক:- লিপস্টিক নষ্ট হয়ে গেছে? কোই বাত নহি! লিপস্টিক বের করে নিয়ে একটি পাত্রে রেখে প্রথমে মাইক্রোওয়েভে লিপস্টিক গরম করে গলিয়ে নিন। জীবাণু মরে গেলে, তারপর একটু পেট্রোলিয়াম জেলি ওর সঙ্গে মিশিয়ে নিয়ে সেটাকে ফ্রিজে রেখে দিন। দেখবেন দিব্যি বাজারের গ্লসি লিপ বামের মতোই কাজ দিচ্ছে সেটা।

এছাড়া, ঘরের আয়না, কাচ, মোবাইল কিংবা কোনও গ্যাজেট পরিষ্কার করতে এক্সপায়ার হয়ে যাওয়া টোনার ব্যবহার করতে পারেন। ফেস অয়েলের সঙ্গে কফির গুঁড়ো কিংবা চিনি মিশিয়ে স্নানের আগে বডি স্ক্রাবার হিসেবে ব্যবহার করা যেতেই পারে। আবার পুরনো লিপবাম, ভেসলিন আপনার জুতোকে নতুনের মতো ঝকঝকে করে তুলতে সিদ্ধহস্ত। তাহলে দেরি না করে আজই ব্যবহার করে দেখতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!