এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উপনির্বাচনে বড়সড় ভূমিকা নিয়ে অ্যাসিড টেস্টের প্রস্তুতিতে প্রশান্ত কিশোর, জেনে নিন

উপনির্বাচনে বড়সড় ভূমিকা নিয়ে অ্যাসিড টেস্টের প্রস্তুতিতে প্রশান্ত কিশোর, জেনে নিন

লোকসভা নির্বাচনে 42 এ 42 এর স্লোগান তুলে তৃণমূলকে মাত্র 22 টি আসন পেতে হয়েছিল। যার ফলে হতাশ হয়ে গিয়েছিল গোটা ঘাসফুল শিবির। যে রাজ্যে বিজেপির বাতি টিমটিম করে চলত, তারা এক ধাক্কায় সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলা থেকে 18 টি আসন নিজেদের দখলে রেখেছে। আর লোকসভা নির্বাচনে নিজেদের পরাজয় এবং বিজেপির উত্থানের পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের রণনীতিকার হিসেবে নিয়োগ করেন ভোটগুরু প্রশান্ত কিশোরকে।

আর টিম পিকে দায়িত্ব নেওয়ার পর জনসংযোগমূলক “দিদিকে বলো” কর্মসূচির মতো নানা কর্মসূচি দিয়ে গোটা তৃণমূল দলের নেতাকর্মীদের ময়দানে নামিয়ে দেয়। কিন্তু জনসংযোগ বাড়ানোর দিকে তৃণমূল নজর দিলেও, দলে পুরনো নেতাকর্মীদের গুরুত্ব না দেওয়ার ফলে যে লোকসভা নির্বাচনে তাদের ফল খারাপ হয়েছিল, তা বুঝতে পেরেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

আর তাই তো লোকসভার পর রাজ্যে অনুষ্ঠিত হওয়া তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় পুরোনোদের গুরুত্ব দেওয়ার ঘটনা নজরে এল। করিমপুরে বিমলেন্দু সিংহ রায়, কালিয়াগঞ্জে তপন দেব সিংহ এবং খড়্গপুরে প্রদীপ সরকারকে প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় পুরনোদের গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রার্থী তালিকায় পুরোনোদের গুরুত্ব দেওয়ার যে নিদর্শন পাওয়া গেছে, তা আদতে প্রশান্ত কিশোরেরই প্ল্যান বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, লোকসভা নির্বাচনে তৃণমূলকে অনেক সিট যেমন বিজেপির উত্থান হারাতে হয়েছে, ঠিক তেমনই দলে পুরনো বনাম নতুন কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূলকে হারাতে হয়েছে অনেক আসন। মূলত 2011 সালের আগে যারা তৃণমূলকে ক্ষমতায় আনতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তারা সেই ভাবে ক্ষমতায় আসার পরে তৃণমূলে আর পাত্তা পান না বলে অনেকদিন ধরেই অভিযোগ উঠেছিল।

তবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব থেকে জেলা নেতৃত্ব, কেউই তেমন ভাবে এই ব্যাপারটি দেখেনি। যার ফলে তৈরি হয়েছিল সমস্যা। লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর এটাকে কারণ হিসেবে বেছে নিয়ে তা মেরামতি করতেই তৃণমূল দলের দায়িত্ব নেওয়া প্রশান্ত কিশোর প্রথম নির্বাচনে প্রার্থী তালিকায় পুরনোদের গুরুত্ব দেওয়ার চেষ্টা করলেন বলে মত রাজনৈতিক মহলের। এখন তৃণমূলকে নিজের দেওয়া প্ল্যানে ভোটগুরু কতটা সার্থক হন, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!