এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রশান্ত কিশোরের দাবি উড়িয়ে জবাব দিলেন মুখ্যমন্ত্রী, দূরত্ত্ব বাড়লো কি ?

প্রশান্ত কিশোরের দাবি উড়িয়ে জবাব দিলেন মুখ্যমন্ত্রী, দূরত্ত্ব বাড়লো কি ?


 

নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হবার পর থেকেই দেশের প্রতিটা রাজনৈতিক দলের অন্দরে শুরু হয়েছে তৎপরতা। বিরোধী রাজনৈতিক দলগুলো এই আইনের বিরুদ্ধে বিরোধিতা করে রাস্তায় নামতে শুরু করেছে। তবে বিহারে বিজেপির জোটসঙ্গী নীতীশ কুমারের দল জেডিইউয়ের সহ-সভাপতি প্রশান্ত কিশোরের মন্তব্য নিয়ে কিছুদিন ধরেই জল্পনা তৈরি হয়েছিল।

বিহারে বিজেপি এবং জেডিইউ একসাথে সরকার গঠন করলেও, সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মুখ না খোলায় তাকে অবস্থান স্পষ্ট করতে বলেছিলেন জেডিইউয়ের সহ সভাপতি তথা বিশিষ্ট রনননীতিকার প্রশান্ত কিশোর। যার ফলে এই ইস্যুতে প্রশান্ত কিশোরের সঙ্গে তাঁর দলের নীতীশ কুমারের দ্বন্দ্ব তৈরি হল বলে মনে করছিল একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, প্রশান্ত কিশোর নাগরিকত্ব আইনের বিরোধী থাকায় বিজেপির সঙ্গে বিহারে জেডিইউয়ের জোট নাও থাকতে পারে বলে দাবি করেছিল বিশেষজ্ঞরা। তবে অবশেষে দীর্ঘদিন পর এই ব্যাপারে মুখ খুললেন জেডিইউ প্রধান নীতিশ কুমার। সূত্রের খবর, এদিন সমস্ত বিতর্কে জল ঢেলে বিহারের মুখ্যমন্ত্রী একটি টুইট করে স্পষ্ট জানিয়ে দেন, বিজেপির সঙ্গে তাদের জোট অটুট থাকছে।

এদিন তিনি বলেন, “অল ইজ ওয়েল। বিজেপি এবং জেডিইউ জোট অটুট। 2020 সালের বিধানসভা নির্বাচনে জেডিইউ ও বিজেপি জোট বেঁধেই ভোট ময়দানে নামবে।” আর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের এই মন্তব্য থেকেই স্পষ্ট যে, তার দলের সহ-সভাপতি তথা বিশিষ্ট নির্বাচনী রণনীতিকার প্রশান্ত কিশোর নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মন্তব্য করলেও, তার দল বিজেপির সঙ্গে জোট করেই এগিয়ে চলবে।

এখন দেখার বিষয়, দল প্রশান্ত কিশোরের এই মন্তব্যকে সেভাবে সীলমোহর না দিলেও, প্রশান্ত কিশোর দলের বিরুদ্ধে কোনরূপ মুখ খোলেন কিনা, যার দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!