এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রশান্ত কিশোরকে উড়িয়ে এনে প্রমাণ করলেন রাজনীতি করছে তৃণমূল, দাবি বিজেপি নেতার

প্রশান্ত কিশোরকে উড়িয়ে এনে প্রমাণ করলেন রাজনীতি করছে তৃণমূল, দাবি বিজেপি নেতার


গত লোকসভা নির্বাচনে ভরাডুবির পর দলের রাজনৈতিক রননীতিকার হিসেবে প্রশান্ত কিশোরকে দায়িত্ব দেয় তৃনমূল কংগ্রেস। আর এরপর রাজ্যে তৃণমূলকে ঘুরে দাঁড়ানোর কাজ শুরু করে দেন সেই প্রশান্ত কিশোর। সম্প্রতি করোনা ভাইরাস যখন রাজ্যে প্রবেশ করেছিল এবং তাকে কেন্দ্র করে যেভাবে বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ শুরু করে, তার পরিপ্রেক্ষিতে সম্প্রতি কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন প্রশান্ত কিশোর বলে খবর রটতে শুরু করে। যার পরিপ্রেক্ষিতে নানা মহলে তৈরি হয় বিতর্ক।

অনেকেই প্রশ্ন তোলেন, যেখানে লকডাউন চলছে, সেখানে কিভাবে প্রশান্ত কিশোর কলকাতায় আসলেন! আর বর্তমান পরিস্থিতিতে যখন করোনা সংকটের সময়ে সকলকে রাজনীতি না করার আহবান জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই এই বিষয় তুলে ধরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। সূত্রের খবর,

এদিন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা বলেন, “বিজেপি প্রথম সিগন্যাল দিয়েছিল, রাজনীতি নয়, সহযোগিতা করতে চাই করোনা আবহে। কিন্তু আদতে দেখা গেল, তাদের কোনো সহযোগিতাই নিতে চাইলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে উনি প্রশান্ত কিশোরকে উড়িয়ে এনে প্রমাণ করে দিলেন, ভিতরে ভিতরে রাজনীতি করতে চাইছে তৃণমূল।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন ত্রাণ বিলি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তিনি বলেন, “নানা জায়গায় বিজেপিকে আটকানো হচ্ছে। বিজেপি নেতারা বেরোলেই তাদের আটকে দিচ্ছে প্রশাসন। সিপিএম-কংগ্রেস সুন্দরবন সফরে গেল। তাদের আটকানো হল না। আমরা বিপর্যয় মোকাবিলা করতে অনেক বেশি ব্যস্ত। আমাদের মানসিকতা আছে বিপর্যয় মোকাবিলার। তাই আমরা চিঠি দিয়েছি।আমরা এখনও রাজনীতি না করে কাজ করতে চাই বাংলার মানুষের হয়ে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রাহুল সিনহা এই কথা বলে বোঝাতে চাইলেন যে, করোনা ভাইরাসের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যতই সকলকে একযোগে কাজ করতে বলুন না কেন, তৃনমূলই প্রথম তাদের দলের রাজনৈতিক রননীতিকার প্রশান্ত কিশোরকে নিয়ে এসে রাজনৈতিক পরিকল্পনা করেছে বলে অভিযোগ করলেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা। এদিন ভয়াবহ আমপান দুর্যোগ নিয়েও রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করান রাহুল সিনহা।

তিনি বলেন, “গাছ বিক্রি কেলেঙ্কারি। আমরা রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে হিসেব চাই, কত টাকার গাছ বিক্রি হয়েছে! সেই তথ্য সামনে আনুন। গাছ লাগান, ক্ষতি নেই। কিন্তু গাছ বিক্রির কেলেঙ্কারির হিসাব দিতে হবে। কারণ কয়েকশো কোটি টাকার গাছ বিক্রি হয়েছে।” সব মিলিয়ে এবার ইস্যু তুলে ধরে রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করে শোরগোল তুলে দিলেন বিজেপি রাহুল সিনহা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!