এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হোমটাস্ক দিয়েছেন দলনেত্রী, পড়া ধরছেন প্রশান্ত কিশোর

হোমটাস্ক দিয়েছেন দলনেত্রী, পড়া ধরছেন প্রশান্ত কিশোর

“পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালো গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ..”ছেলেবেলায় পাখিদের পাঠশালার চিত্র গান হিসেবে আমাদের মন প্রাণকে জুড়িয়ে দিত। কিন্তু পাঠশালার এই চিত্র যদি কোন রাজনৈতিক দলেও দেখা যায়! অনেকে হয়ত ভাবছেন, এ আবার কেমন কথা! কিন্তু বাস্তব এটাই। লোকসভা নির্বাচনে রাজ্যে এবার তৃণমূলকে অনেকটাই বেগ পেতে হয়েছে। 34 থেকে নেমে 22 এসে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল।

অপরদিকে রাজ্যে গেরুয়া শিবিরের প্রভাব দিনকে দিন বেড়েই চলেছে। আর এই পরিস্থিতিতে দলের খারাপ ফলাফলের কারণ হিসেবে জনসংযোগের যে যথেষ্ট অভাব রয়েছে, তা বুঝতে দেরি হয়নি দুদে রাজনীতিবিদ, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তাইতো বিন্দুমাত্র দেরি না করে ভোটগুরু হিসেবে পরিচিত প্রশান্ত কিশোরকে নিজের দলের রণনীতিকার হিসেবে নিয়োগ করে “দিদিকে বলো” নামে কর্মসূচি তৈরি করে দলের জনপ্রতিনিধি থেকে শুরু করে দলীয় পদাধিকারীদের জনসংযোগে পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে শুধু দলের নেতাকর্মীদের জনসংযোগে পাঠিয়ে দেওয়াই নয়, সত্যি সত্যিই দলের অনুগতরা এই কাজ করছেন কি না, সে ব্যাপারেও খোঁজখবর রাখতে দেখা যাচ্ছে তৃণমূলকে। অনেকে বলছেন, তৃণমূল দলে এখন ভোটগুরু প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে দলের পদাধিকারী থেকে দলীয় জনপ্রতিনিধিদের হোমটাস্ক দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর নিয়মিত দলের বাধ্য ছাত্ররা ঠিকমতো পড়াশোনা করছেন কিনা, এবার তা দেখে নিতে চাইছেন সেই প্রশান্ত কিশোর। আর তাইতো পরিদর্শকের মত এবার হঠাৎই দলের জনসংযোগ কর্মসূচি নিয়ে সেই ভোটগুরু প্রশান্ত কিশোরের ফোন গেল গোয়ালতোড় ব্লক তৃণমূলের সভাপতি ভাস্কর চক্রবর্তীর মোবাইলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভাস্করবাবুর দাবি, একটি নম্বরে ফোন আসতেই আমি ফোনটা ধরি। আর ফোন ধরতেই ওপার থেকে ভাঙ্গা গলায় একজন বলে ওঠেন, আমি প্রশান্ত কিশোর বলছি। এদিকে ভোটগুরু হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর, যার নাম এখন সারা রাজ্য জুড়ে আলোচিত, সেই ব্যক্তি হঠাৎই ভাস্কর চক্রবর্তীর মোবাইলে ফোন করায়, রীতিমত অবাক হয়ে যান তিনি।

জানা যায়, এদিন প্রশান্ত কিশোর তার ফোনে ফোন করে জনসংযোগ কর্মসূচি কেমন চলছে, দলের সংগঠনের হাল-হকিকত কি! সেই ব্যাপারে নানা খোঁজখবর নেন। এদিকে ভোটগুরুর ফোন পেয়ে তড়িঘড়ি শনিবার সকালে সাংবাদিক বৈঠক ডেকে “দিদিকে বলো” কর্মসূচি শুরু করে দেন সেই গোয়ালতোড় ব্লক তৃণমূল সভাপতি ভাস্কর চক্রবর্তী। এদিন তিনি বলেন, “আমি প্রশান্তের নম্বর সেভ করে রেখেছি। দরকারে পরামর্শ নেব।”

এদিকে ভাস্করবাবুকে প্রশান্ত কিশোর নিজে ফোন করলেও, তৃণমূলের এমন অনেক দলীয় পদাধিকারীরা রয়েছেন, যাদেরকে সেই প্রশান্ত কিশোরের টিম থেকে ফোন করা হচ্ছে। যার মধ্যে রয়েছেন গড়বেতা ব্লক তৃণমূল সভাপতি সেবাব্রত ঘোষ। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তার মোবাইলে এক ব্যক্তি ফোন করে বলেন, প্রশান্ত কিশোরের টিম থেকে বলছি। আর এরপরই “দিদিকে বলো” জনসংযোগ কর্মসূচি সাংবাদিক বৈঠক করে তারা শুরু করেছেন কিনা, তা ফোনের ওপার থেকে জানতে চাওয়া হয়।

আর একের পরে এক সারপ্রাইজ ভিজিট দিয়ে দলের জনপ্রতিনিধিরা সত্যিই মাঠে নেমেছেন কিনা, তা প্রশান্ত কিশোরের টিমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরখ করে নিচ্ছেন বলে মত দলের একাংশের। এদিন এই প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, “অনেকেই প্রশান্ত কিশোরের সংস্থা থেকে ফোন করা হচ্ছে। আমাকেও করেছিল। তবে ভাস্কর ছাড়া আর কাউকে প্রশান্ত কিশোর নিজে ফোন করেছেন বলে শুনিনি।”

বিশেষজ্ঞদের মতে, জঙ্গলমহলের এলাকাগুলিতে এবার বিজেপি ভালো ফল করেছে। আর তাইতো বিধানসভা নির্বাচনের আগে সেই এলাকায় নিজেদের সংগঠনকে মজবুত করে নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই সারা রাজ্যে যখন “দিদিকে বলো” কর্মসূচির মধ্যে দিয়ে গোটা দলকে মাঠে নামিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী, ঠিক তখনই সেই জঙ্গলমহলে এই কর্মসূচি কতটা ঠিকমত চলছে, তা পরখ করতে হোমটাস্ক দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাকর্মীদের ফোনে প্রশান্ত কিশোরকে দিয়ে ফোন করিয়ে পড়া ধরিয়ে নিচ্ছেন বলে মত বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!