এখন পড়ছেন
হোম > জাতীয় > সাফল্য পেতে নয়া ফরমান প্রশান্ত কিশোরের, জোর জল্পনা

সাফল্য পেতে নয়া ফরমান প্রশান্ত কিশোরের, জোর জল্পনা

 

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে 42 এ 42 এর স্লোগান তোলা তৃণমূলকে আটকে যেতে হয়েছে 22 টি আসনেই। যেখানে বিজেপি দুই থেকে তাদের 18 করে নিয়েছে। আর এই পরিস্থিতিতে তৃণমূলের ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলা গেরুয়া শিবির কিভাবে এতটা ভোট বৃদ্ধি করল, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল গোটা ঘাসফুল শিবির।

আর দলের ভাবমূর্তি ফেরাতে ভোটগুরু প্রশান্ত কিশোরকে নিয়োগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই সেই প্রশান্ত কিশোর এবং তৃণমূলের হেভিওয়েট নেতারা পর্যালোচনা করে অসুখ বের করতে শুরু করেন। যেখানে দেখা যায়, একদিকে তৃণমূল নেতারা যেমন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহ দেখিয়েছেন, ঠিক তেমনই দলের অন্দরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল এবারের ফলাফলকে অনেকটাই খারাপ করিয়ে দিয়েছে।

তবে দলে একতা থাকলে যে জয় নিশ্চিত, তা বুঝতে পেরেছে প্রশান্ত কিশোরের টিম। আর তাইতো সদ্য সমাপ্ত লোকসভায় তৃণমূলের হারের পর এবার আসন্ন 3 বিধানসভা কেন্দ্রের নির্বাচনে দলের গোষ্ঠী কোন্দল কমাতে নেতাদের ওপর কড়া নজরদারি আনতে চলেছে পিকের টিম। বস্তুত, 2016 সালে খড়গপুর কেন্দ্রে জয়লাভ করেছিলেন বিজেপির দিলীপ ঘোষ। আর বিজেপির কাছ থেকে এই কেন্দ্র নিয়ে গেরুয়া শিবিরকে চাপে রাখতে এবার মরিয়া হয়ে উঠেছে ঘাসফুল শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমত পরিস্থিতিতে খড়্গপুরে তৃণমূলের জয় নিশ্চিত করতে সেখানকার পাচ নেতার ওপর কড়া নজরদারি রেখেছে প্রশান্ত কিশোরের টিম। সূত্রের খবর, খড়গপুরের পাঁচ তৃণমূল নেতা যাতে কোনভাবেই গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে না পড়েন, তার জন্য সদা সতর্ক প্রশান্ত কিশোর। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, সবসময় সেই পাঁচ নেতার ওপর নজড় রাখছে এই পিকের টিম। আর প্রশান্ত কিশোরের টিমের এহেন উদ্যোগ দেখেই এখন রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে জল্পনা।

অনেকে বলছেন, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে এখানে তৃনমূলের ভালো ভোট পাওয়ার কোনো অসুবিধা ছিল না। কিন্তু এক নেতার সাথে অপর নেতার দ্বন্দ্বই এখানে ডুবিয়েছে শাসকদলকে। কিন্তু এবারে বিধানসভা উপ নির্বাচনে তৃণমূলের দায়িত্ব নিয়ে প্রথম নির্বাচন ফেস করা প্রশান্ত কিশোর চাইছেন, তৃনমূলকে জয়যুক্ত করাতে।

আর এই জয় আনতে যে দলের একতা জরুরী, তা অনুধাবন করে এবার পাচ তৃনমূল নেতার কার্যকলাপের ওপর ভোটগুরুর এই নজড়দারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের। এখন দলের একতা এবং সাফল্য আনতে প্রশান্ত কিশোর চেষ্টা চালালেও তৃনমূল নেতারা সেই চেষ্টায় সামিল হন কি না, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!