এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রশান্ত কিশোরের পর এবার পুরভোটের জন্য দলকে ময়দানে নামতে বললেন শুভেন্দু, প্রস্তুতি শুরু!

প্রশান্ত কিশোরের পর এবার পুরভোটের জন্য দলকে ময়দানে নামতে বললেন শুভেন্দু, প্রস্তুতি শুরু!


 

লোকসভা নির্বাচনে তৃণমূল সারা বাংলায় ভাল ফলাফল না করলেও, কংগ্রেস প্রভাবিত মুর্শিদাবাদ জেলায় ফুটে গিয়েছে ঘাসফুল। জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারীর লাগাতার পরিশ্রমেই তৃণমূল এই জেলায় কিছুটা হলেও ভালো ফল করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

তবে থেমে থাকার পাত্র নন শুভেন্দুবাবু। আর তাইতো লোকসভা নির্বাচনে সাফল্য পাওয়ার পর এবার পৌরসভা ভোটে যাতে সাফল্য আসে, তার জন্য মুর্শিদাবাদ জেলা নেতৃত্বকে নির্দেশ দিলেন হেভিওয়েট এই তৃণমূল নেতা।

প্রসঙ্গত, চলতি বছরেই হতে চলেছে পৌরসভা নির্বাচন ইতিমধ্যেই মেয়াদউত্তীর্ণ সমস্ত পৌরসভা এলাকায় কাকে প্রার্থী করলে ভালো হয়, তার ব্যাপারে তৃণমূলের রণনীতিকার প্রশান্ত কিশোরের টিম সমীক্ষা চালাতে শুরু করেছে। আর এবার মুর্শিদাবাদ জেলার মেয়াদ উত্তীর্ণ পৌরসভা নির্বাচনের জন্য সকল নেতাদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন তৃণমূল সাংসদ, বিধায়ক, মহাকুমা সভাপতি এবং জেলার বেশ কয়েকজন প্রবীণ তৃণমূল নেতাকে কলকাতায় ডেকে পাঠান রাজ্যের পরিবহনমন্ত্রী। আর সেখানেই জেলা কমিটি গঠনের পাশাপাশি আগামী দিনে কিভাবে পথ চলতে হবে, তার ব্যাপারে দিকনির্দেশ করেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরেই মুর্শিদাবাদ জেলার কান্দি, বহরমপুর, বেলডাঙা, ধুলিয়ান, জঙ্গিপুর, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ এবং লালবাগ পৌরসভার নির্বাচন রয়েছে। আর এই সমস্ত পৌরসভার মধ্যে বহরমপুর, কান্দি, বেলডাঙ্গা এবং জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌর এলাকায় কিছুটা হলেও বিরোধীদের দাপট রয়েছে। যার মধ্যে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌর এলাকায় বিজেপির প্রভাব চোখে পড়ার মত। তাই এই সমস্ত পৌরসভা এলাকায় বিরোধীদের দমিয়ে যাতে নিজেদের দিকে আসে, তার ব্যাপারে এদিনের বৈঠকে সকলকে নির্দেশ দেন শুভেন্দু অধিকারী।

পাশাপাশি যে সমস্ত এলাকায় দলের গোষ্ঠী কোন্দল রয়েছে, সেখানেও অবিলম্বে গোষ্ঠী কোন্দল বন্ধের নির্দেশ দেন তিনি। তাহলে কি পৌরসভা নির্বাচনের দামামা বেজে গেল! আর তাই দলের জেলা নেতাদের ডেকে সেই ব্যাপারে প্রস্তুতি শুরু করার নির্দেশ দিলেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা!

এদিন এই ব্যাপারে বৈঠকে উপস্থিত কেউ কিছু বলতে না চাইলেও, এক তৃণমূল নেতা বলেন, “সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। বাইরে কিছু বলা যাবে না।” সব মিলিয়ে শুভেন্দু অধিকারী দলের জেলা নেতাদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিলেও, গোটা পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!