এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > প্রশান্ত কিশোরকে নিয়ে কি বললেন মমতা ব্যানার্জ্জী? ব্যাপক জল্পনা ভারতীয় রাজনীতিতে

প্রশান্ত কিশোরকে নিয়ে কি বললেন মমতা ব্যানার্জ্জী? ব্যাপক জল্পনা ভারতীয় রাজনীতিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট প্রশান্ত কিশোর এই মুহূর্তে ভারতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। 2019 এর লোকসভা নির্বাচনের পর তৃণমূলের সঙ্গে যোগাযোগ হয় প্রশান্ত কিশোরের। মমতা বন্দ্যোপাধ্যায় দলের রণকৌশল তৈরি করার দায়িত্ব দেন প্রশান্ত কিশোরের হাতে। এবং প্রশান্ত কিশোর তাঁর ম্যাজিক ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু সম্প্রতি প্রশান্ত কিশোরের একটি মন্তব্যকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ভারতীয় রাজনীতিতে। বিজেপি সম্পর্কে সম্প্রতি প্রশান্ত কিশোর মন্তব্য করেছিলেন, ভারতীয় রাজনীতিতে আরও দীর্ঘ বেশ কয়েক শতক ধরে বিজেপি থাকবে এবং বিজেপির কথা বলতে গিয়ে প্রশান্ত কিশোর কংগ্রেসের সমালোচনা করেন।

কিন্তু প্রশান্ত কিশোরের মন্তব্যকে ঘিরে তারপর থেকেই শুরু হয় কাটাছেঁড়া। অবশেষে প্রশান্ত কিশোরের মন্তব্যকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, তার সমাধা করতে আসরে নামলেন মমতা ব্যানার্জি। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, প্রশান্ত কিশোরের মন্তব্যর ভুল ব্যাখ্যা করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি প্রশান্ত কিশোর রাহুল গান্ধীর সমালোচনা করতে গিয়ে মন্তব্য করেন, বিজেপিকে হারানো খুব একটা সহজ নয়। বরং তাঁদের হারাতে গেলে তাঁদের শক্তি সম্পর্কে একটা ধারণা থাকা প্রয়োজন। এবং এই কথাটি তিনি রাহুল গান্ধীর উদ্দেশ্যেই বলেন। কংগ্রেস যেমন দীর্ঘসময় ধরে ভারতীয় রাজনীতিতে শাসন করেছে বিজেপিও ঠিক সেভাবেই ভারতীয় রাজনীতিতে থেকে যাবে।

আর সেখান থেকেই শুরু হয় প্রশান্ত কিশোরের মন্তব্য নিয়ে ময়নাতদন্ত। অবশেষে গোয়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরের মন্তব্যের সঠিক ব্যাখ্যা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পিকে বলতে চেয়েছেন আসলে কংগ্রেসের মতো করে লড়াই করলে চলবে না। সেক্ষেত্রে বিজেপি হারুক বা জিতুক ভারতীয় রাজনীতিতে কিন্তু রয়ে যাবে। যেমন 40 বছর ধরে রাজত্ব চালানোর পর কংগ্রেস এখনো ভারতীয় রাজনীতিতে রয়ে গিয়েছে। 2021 এর বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেস চেষ্টা চালাচ্ছে সর্বভারতীয় স্তরে নিজেদের শক্তি বাড়ানোর। সেক্ষেত্রে গোয়াকে বেছে নিয়েছে তাঁরা। 2022 এ গোয়ায় বিধানসভা নির্বাচন হতে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তার আগেই তৃণমূল কংগ্রেস গোয়া দখলে ঝাঁপিয়ে পড়েছে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেমে রীতিমতো কংগ্রেসকেও চ্যালেঞ্জ করে বসেছে তৃণমূল। কার্যত খুব স্বাভাবিকভাবেই বিরোধী ভোট ভাগাভাগি প্রশ্নটিই উঠে এসেছে। আর সেই প্রশ্নের কড়া জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিজেপি বিরোধী ভোট এক জায়গাতেই নিয়ে আসাই তাঁর উদ্দেশ্য। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কংগ্রেস এবং বিজেপিকে একই আসনে রেখে আক্রমণ করেছেন। তাঁর কথায় বিজেপি এবং কংগ্রেস বরাবর একে অপরের সঙ্গে সমঝোতা করে চলেছে।

গোয়াতেও কংগ্রেসকে ভাঙিয়ে বিজেপি সরকার দখল করেছে। সব মিলিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শিবিরের অন্যতম ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরকে যে বিতর্ক থেকে দূরে রাখতে চাইছেন, তা তাঁর বক্তব্য থেকে পরিষ্কার। তবে তাঁর বক্তব্যের পর জাতীয় রাজনীতিতে প্রশান্ত কিশোরকে নিয়ে যাবতীয় ময়না তদন্ত শেষ হবে কি না তা অবশ্য বলা যাচ্ছে না। পুরো পরিস্থিতি কোন দিকে এগোবে, সে দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!