এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রশান্ত কিশোরের হাতে কি এবার নতুন রাজ্যের দায়িত্ব? জল্পনায় রাজনৈতিক মহল

প্রশান্ত কিশোরের হাতে কি এবার নতুন রাজ্যের দায়িত্ব? জল্পনায় রাজনৈতিক মহল

প্রশান্ত কিশোর একজন ভোট বিশেষজ্ঞ বলেই পরিচিত রাজনৈতিক মহলে। 2012 সালের গুজরাট বিধানসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেন এবং সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে ও নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি লোকসভা নির্বাচনে আবারও ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেন এবং বিভিন্ন স্লোগান প্রবর্তন করেন যা ভারতীয় জনতা পার্টিকে আরও আকর্ষণীয় করে তোলে। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এরপর তিনি জনতা দল (সংযুক্ত) এর হয়ে কাজ করেন এবং নির্বাচনের শেষে নিতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে নির্বাচনী কৌশল হিসেবে তিনি পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েছেন। তবে এর মধ্যেই দিল্লী বিধানসভা নির্বাচনের দায়িত্ব ছিলেন তিনি এবং যথারীতি অরবিন্দ কেজরিওয়াল এর আম আদমি পার্টি জয়লাভ করে ও কেজরীওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদে আসীন হন। কিন্তু এরই মধ্যে বিহারের জেডিইউ-এর সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্ক শেষ হয়ে যায় বিভিন্ন বিতর্কের কারণে।

এই মুহুর্তে প্রশান্ত কিশোরের হাতে শুধুমাত্র পশ্চিমবাংলা এবং তামিলনাড়ু। এই অবস্থায় প্রশান্ত কিশোরের হাতে নতুন আরেকটি রাজ্যের ভার আসার কথা শোনা যাচ্ছে। সূত্রের খবর, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী আগামী 2023 এর বিধানসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের হাতে দলের দায়িত্ব দিতে চলেছেন। উল্লেখ্য, জেডিএস কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কর্ণাটক রাজ্যে 14 মাসের মতন শাসন ক্ষমতা পেয়েছিল। কিন্তু তারপরেই বিজেপির পক্ষ থেকে বিএস ইয়েদুরাপ্পা কর্নাটকের শাসনভার গ্রহণ করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই মুহূর্তে এইচডি কুমারস্বামী 2023 সালে ক্ষমতায় ফিরে আসার জন্য সম্পূর্ণরূপে প্রশান্ত কিশোরের উপর নির্ভর করতে চলেছেন বলে খ… কুমারস্বামীর কথা মতন নির্বাচনী কৌঁশলী প্রশান্ত কিশোরকে পাশে পেলে  জেডিএস আবারো কর্নাটকের দায়িত্ব ফিরে পাবে। ইতিমধ্যে প্রশান্ত কিশোর কে জেডিএসের নির্বাচনী কৌঁশলী হিসেবে নিয়োগ করার জন্য তাঁর সঙ্গে দু’দফা বৈঠক করে নিয়েছেন কুমারস্বামী। এ প্রসঙ্গে নিশ্চিত করেছেন স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। প্রশান্ত কিশোরের নিয়োগ সম্পর্কে কুমারস্বামী জানিয়েছেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে, প্রশান্ত কিশোরের সংস্পর্শে এসে আমরা আশাতীত ফল করতে পারব।’

প্রশান্ত কিশোরের নিয়োগ সম্পর্কে কুমারস্বামী আরও জানিয়েছেন, ‘প্রশান্ত কিশোর আমাদের সহায়তা করতে সম্মত হয়েছেন। তিনি আমাদের নির্বাচনের কৌশল তৈরি করবেন। ২০২৩ সালে আমরা ক্ষমতায় আসব প্রশান্ত কিশোরের পরিকল্পনার বাস্তব রূপায়ণ ঘটিয়ে, এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। জেডিএসের নেতা-কর্মীরা মুখিয়ে আছেন পিকের সঙ্গে কাজ করার জন্য।’ তবে এই মুহূর্তে প্রশান্ত কিশোর নিজে কিছু স্পষ্ট করেননি এই বিষয় নিয়ে। তবে কুমারস্বামী দাবি করেছেন, প্রশান্ত কিশোর খুব শীঘ্রই ব্যাঙ্গালোর যাবেন এবং সেখানেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এই মুহূর্তে প্রশান্ত কিশোর রাজনৈতিক দলগুলোর কাছে খুবই উল্লেখযোগ্য একটি নাম। যেসব রাজনৈতিক দলগুলি সাধারণভাবে একটু পিছিয়ে পড়ছে তাঁরা প্রশান্ত কিশোরের মত নির্বাচনী কৌঁশলীকে পাশে পাওয়ার দরুণ আবারও স্বমহিমায় ফিরে আসছে। সম্প্রতি, গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার রাজনৈতিক মঞ্চে বেশ কিছুটা কোণঠাসা হয়ে পড়ে এবং সেসময় প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নেন এবং যথারীতি তৃণমূল আবার রাজনৈতিক জমি ফিরে পাওয়ার পথে। এবার দেখার প্রশান্ত কিশোর যদি কর্নাটকের জেডিএস এর দায়িত্বভার গ্রহণ করেন, তাহলে একইভাবে কুমারস্বামী কি আবার রাজ্যের শাসনভার গ্রহণ করার অবস্থায় ফিরে আসেন?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!