এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রশাসনিক আধিকারিকের ওপর হামলা তৃণমূল পঞ্চায়েত কর্মাধ্যক্ষের, বিতর্ক তুঙ্গে

প্রশাসনিক আধিকারিকের ওপর হামলা তৃণমূল পঞ্চায়েত কর্মাধ্যক্ষের, বিতর্ক তুঙ্গে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃতীয়বারের জন্য ব্যাপক ভোটে জিতে ক্ষমতায় আসার পর দলের বিভিন্ন নেতাকর্মীরা ইতিমধ্যেই ক্ষমতার সীমারেখা পার করতে শুরু করেছেন বলে জানা যাচ্ছে। আর তাই নিয়েই শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। সম্প্রতি শাসকদলের দুই কর্মাধ্যক্ষ বলাগর এলাকার বিডিএমওর ওপরে চড়াও হয়ে তাঁকে চূড়ান্ত হেনস্থা করেন। তাই নিয়েই শুরু হয়েছে তীব্র জল্পনা। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার সূত্রপাত কয়েকদিনাগেই। শুধুমাত্র কয়েকটি ত্রিপল চাওয়া নিয়ে এই ঝামেলার সূত্রপাত। বলাগড় এলাকায় গতকাল সবুজদীপ পরিদর্শন করতে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেন।

সেখানে তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক, বলাগড় ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিকরা। ঠিক সে সময় বিডিও অফিসে গিয়ে ত্রিপল দাবি করেন বলাগড় পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ স্বপন মন্ডল এবং কাশীনাথ হালদার। সেসময় বিডিএমও শ্রীমন্ত দে জানিয়ে দেন, তিনি যেহেতু বাইরে আছেন তাই তিনি সেসময় গিয়ে ত্রিপল দিতে পারবেন না। তাই ত্রিপল পেতে গেলে যেন কিছু সময় অপেক্ষা করা হয় যথারীতি তিনি ফিরে এসে ত্রিপল দেওয়ার তোড়জোড় শুরু করার মধ্যেই শুরু হয় তীব্র গন্ডগোল। তর্ক শুরু হয়ে যায় বিডিএমওর সাথে পঞ্চায়েত সমিতির ভূমি কর্মধ্যক্ষদের। আর সেখান থেকেই শুরু হয় গোলমাল। ক্রমশ তা বেড়ে গিয়ে হাতাহাতি শুরু হয়ে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে বিডিএমও কে রীতিমত হুমকি দিয়ে তাঁকে মারধর করা হয়েছে। এই সম্পূর্ণ ঘটনাটি কানে এসেছে বলাগড় ব্লকের বিডিও নিলাদ্রি সরকারের এবং তৎক্ষণাত তিনি এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন থানায়। অন্যদিকে এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব জানিয়েছেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং পাশাপাশি অভিযুক্তদের পাশে যে দল দাঁড়াবেনা, সে ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন। পুরো ব্যাপারটিই আইনের হাতেই ছেড়েছেন তিনি। জানিয়ে দিয়েছেন অভিযুক্তরা তৃণমূলের কর্মাধ্যক্ষ হলেও আইন সবার জন্য সমান। প্রসঙ্গত জানা যায়, বছর তিনেক আগেও বলাগড় ব্লক ভূমি সংস্কার আধিকারিককে ব্যাপক মারধর করেছিল এলাকার তৃণমূলের কয়েকজন নেতা।

সেসময়ও থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। অন্যদিকে বলাগড়ের ঘটনা সামনে আসায় তৃণমূল শিবিরে ব্যাপক অস্বস্তির সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা তৃণমূলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। আর সেকথা ভালোই জানে তৃণমূল। তাই কোথাও অভিযুক্তকে বহিষ্কার করে ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে, আবার কোথাও পুরো ব্যাপারটি আইনের হাতে ছেড়ে দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের পাশে দল না দাঁড়াবার ইঙ্গিত দিচ্ছে। তবে বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি শাসকদলের অস্বস্তি যে বাড়াবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই এধরনের পরিস্থিতি এড়ানোর জন্য কি ব্যবস্থা নেবে তৃণমূল সেদিকেই নজর থাকবে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!