এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর নতুন নির্দেশ, চাঞ্চল্য সব মহলে

প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর নতুন নির্দেশ, চাঞ্চল্য সব মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট এবার থেকে রাজ্যে চাকরি পেতে গেলে আবশ্যিক হয়ে উঠতে চলেছে বাংলা ভাষা এবং স্থানীয় ভাষা জানা। এতদিন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত হলেও স্থানীয় ভাষা বা বাংলা ভাষা জানার ক্ষেত্রে সেভাবে বাধ্যবাধকতা ছিলনা। দেখা গেছে, প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত বহু আধিকারিকই বাংলা জানেন না। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ঘোষণা করলেন আজকে, রাজ্যে যদি চাকরি পেতে হয় তাহলে অবশ্যই বাংলা ভাষা এবং স্থানীয় ভাষা জানতে হবে। কার্যত স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ করতে হলে বা স্থানীয় বাসিন্দাদের সমস্যা সমাধান করতে গেলে বাংলা ভাষা বা আঞ্চলিক ভাষার প্রয়োজনীয়তা ব্যাপক।

কিন্তু ভাষা সমস্যা এক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিলো। তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মুশকিল আসানের উপায় বাতলে দিলেন। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, রাজ্যে চাকরির ক্ষেত্রে বাংলা ভাষা জানা অত্যন্ত প্রয়োজনীয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রাজ্যের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরিতে বাংলার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান বৃদ্ধির। এমনকি এ ব্যাপারে নজর রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকেও। বুধবার মালদা এবং মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক ছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানেই উত্তরবঙ্গের কর্মসংস্থান বিনিয়োগ সংক্রান্ত একাধিক পরামর্শ দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হয়েছেন তিনি। অন্যদিকে প্রশাসনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, অনেক সময় স্টেট সার্ভিস কমিশনের পরীক্ষা অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা ভালো ফল করে এবং চাকরি পায়। কিন্তু সেক্ষেত্রে দেখা যায়, তাঁরা অনেকেই বাংলা ভাষা জানেননা। তার ফলে ব্লকের কাজ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হয় তাঁদের। তাই এবার থেকে নতুন নিয়ম- বাংলায় কাজ করতে আসতে গেলে বাংলা ভাষা অবশ্যই জানতে হবে। স্

থানীয় ভাষা না জানলে কোনভাবেই কাজ করা সম্ভব নয়। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই নির্দেশের ফলে বাঙালি ছেলে মেয়েদের মনে আশার আলো জেগেছে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী যেখানে বাংলার ছেলেমেয়েদের কর্মসংস্থানের কথা বলেছেন। আপাতত দেখার, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সরকারি ক্ষেত্রে বাংলা ভাষা এবং স্থানীয় ভাষা জেনে কতটা কাজ হবে! পাশাপাশি কর্মসংস্থানের বাঙালী ছেলেমেয়েরা কতটা কাজ পায় সেটাও দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!