এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদীকে প্রধানমন্ত্রী করা হেভিওয়েট যোগ দিলেন সক্রিয় রাজনীতিতে, জোড় বাড়ল এনডিএর

মোদীকে প্রধানমন্ত্রী করা হেভিওয়েট যোগ দিলেন সক্রিয় রাজনীতিতে, জোড় বাড়ল এনডিএর


প্রশান্ত কিশোর – নির্বাচনী ‘স্ট্র্যাটেজিস্ট’ হিসাবে ইতিমধ্যেই চমকে দিয়েছেন সারা ভারতবর্ষকে। ২০১৪ সালে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশান্ত কিশোরের ঝড় তুলে দেওয়া যে প্রকৃত অর্থেই মাস্টারস্ট্রোক ছিল তা ইতিমধ্যেই গোটা দেশে সমাদৃত। এরপর নরেন্দ্র মোদির হাত ছেড়ে বিহারের লালু-নীতীশের মহাজোট বা বলা ভালো নীতিশ কুমারের হয়ে হাল ধরেন তিনি এবং বলা বাহুল্য সেখানেও কামাল!

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর তারপর থেকেই জল্পনা চলছিল যে এবার তিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন। অবশেষে আজ নীতিশ কুমারের উপস্থিতিতে জনতা দল ইউনাইটেডের পতাকা হাতে তুলে নিলেন প্রশান্ত কিশোর। তার থেকেও বড় কথা, দলে যোগ দিয়েই নীতিশ কুমারের পরেই দলের দুনম্বর নেতার দায়িত্ত্ব পেয়ে গেলেন তিনি। এমনকি আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছেন বলেও জানা গেছে। ফলে মনে করা হচ্ছে রাজ্য সামলাবেন নীতিশ কুমার আর দিল্লির রাজনীতি সামলানোর দায়িত্ত্ব বর্তাবে প্রশ্ন কিশোরের উপরেই। স্বাভাবিকভাবেই – প্রশান্ত কিশোরের সক্রিয় রাজনীতিতে যোগদানের ফলে আখেরে লাভবান হল এনডিএ বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!