এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় তৃণমূলকে ভরাডুবি থেকে বাঁচিয়ে সুপারহিট পিকে! ডাক আসছে দেশের বিভিন্ন কোনা থেকে

বাংলায় তৃণমূলকে ভরাডুবি থেকে বাঁচিয়ে সুপারহিট পিকে! ডাক আসছে দেশের বিভিন্ন কোনা থেকে


পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি লোকসভা ভোটের ফলাফলে কিছুটা শঙ্কিত হয়ে পড়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলায় আগামী 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে প্রশান্ত কিশোরকে রণনীতিকার হিসেবে নিয়োগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা পশ্চিমবাংলায় 42 টি লোকসভা কেন্দ্রের মধ্যে ভারতীয় জনতা পার্টি 2019 সালের লোকসভা নির্বাচনে 18 টি আসনে জয়যুক্ত হয়েছিল। স্বাভাবিকভাবেই ঘুম উড়ে গিয়েছিল তৃণমূলের।

ফলে, পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই যাতে ক্ষমতাচ্যুত করতে না পারে বিজেপি, সেই দায়িত্ব ছিল প্রশান্ত কিশোরের উপরে। আর দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশান্ত কিশোর বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে গাইডলাইন দিতে শুরু করে তৃণমূল কংগ্রেসকে। দিদিকে বলো কর্মসূচি থেকে শুরু করে জনসংযোগের নানারকম রাস্তা দিয়ে প্রশান্ত কিশোর বাংলার মাটিতে বিজেপি ঝড়কে আটকাতে সবথেকে সচেষ্ট হন। আর তার ফলও মিলেছে হাতেনাতে।

খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা তৃণমূলকে অল্প কিছুদিনেই তিনি ফিরিয়ে এনেছেন স্বমহিমায়। কেননা দেখা গেছে, সদ্য সমাপ্ত উপনির্বাচনে যে সমস্ত জায়গায় লোকসভা নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে ছিল ভারতীয় জনতা পার্টি, সেই সমস্ত জায়গায় জয়যুক্ত হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। করিমপুর থেকে শুরু করে খড়গপুর এবং কালিয়াগঞ্জে হ্যাটট্রিক করেছে তৃণমূল কংগ্রেস। আর যার মাধ্যমে কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে, প্রশান্ত কিশোরকে যে দায়িত্ব তৃণমূল নেত্রী দিয়েছিল, সেই দায়িত্ব পালনের পথে অনেকটাই এগিয়ে গেছে পিকে।

তবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, এর আগে বিহারের নিতীশ কুমার থেকে শুরু করে অন্ধপ্রদেশের জগনমোহন রেড্ডি পর্যন্ত সকলেই উপকৃত হয়েছেন প্রশান্ত কিশোরের বুদ্ধিতে। আর তাই এবার সেই প্রশান্ত কিশোরের হাত ধরেই নিজের নির্বাচনী বৈতরনী পার করতে চায় দক্ষিণ ভারতের তামিলনাড়ুর এআইএডিএমকে মুখ্যমন্ত্রী কে পলানিস্বামী। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে ইঙ্গিত মিলেছে, এআইএডিএমকের সঙ্গে হাত মিলিয়ে তামিলনাড়ুতে তাদের জয় সুনিশ্চিত করতে চায় প্রশান্ত কিশোরের সংস্থা ইন্ডিয়ান পলিটিকাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি তামিলনাড়ুতে ভিকিরা ভান্ডি এবং নানগুনেরি, এই দুই কেন্দ্রে যে উপনির্বাচন হয়েছে, তাতে জয়যুক্ত হতে পারেনি এআইএডিএমকে। আগামী 2021 সালে তামিলনাড়ুতে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। হাতে সময় আর মাত্র দেড় বছর। তাই অন্ধ্রপ্রদেশ, বিহারের মত প্রশান্ত কিশোরকে সঙ্গে নিয়ে তামিলনাড়ুতেও সাফল্যের মুখ দেখতে উৎসাহী হয়েছে এআইএডিএমকে বলে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, এবার তামিলনাড়ুতে প্রথমবারের মতো ডিএমকে প্রধান করুনানিধি এবং এআইএডিএমকে প্রধান জয়ললিতাকে ছাড়া বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তার উপরে আবার নতুন দল করেছে দক্ষিণ ভারতের সুপারস্টার কমল হাসান। মাক্কাল নিধি নামে এই দল এবার তামিলনাড়ুতে অত্যন্ত প্রাসঙ্গিক হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আবার খুব শীঘ্রই নতুন দল ঘোষণা করবে দক্ষিণ ভারতের বড় মাপের সুপারস্টার রজনীকান্ত। আগামী বিধানসভা নির্বাচনে কমল হাসান এবং রজনীকান্তের দলের মধ্যে জোট হতে পারে বলেও সম্ভাবনা রয়েছে। তাই সেখানে বড় মাপের লড়াই এসে পড়তে পারে এআইএডিএমকের কপালে।

আর সেই কারণেই প্রশান্ত কিশোরের সহযোগিতা নিয়ে লড়াই করতে চায় এআইএডিএমকে বলে মত রাজনৈতিক মহলের। তবে এক্ষেত্রে জটিলতা রয়েছে। ইতিমধ্যেই কমল হাসানের দলের সঙ্গে চুক্তিবদ্ধ হিসেবে কাজ করছে প্রশান্ত কিশোরের দল। এই কাজের মেয়াদ রয়েছে 2020 সাল পর্যন্ত। যদিও এখনও পর্যন্ত সেই মেয়াদ বৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই মেয়াদ শেষ হলেই এআইএডিএমকে দলের সঙ্গে কাজ করবে প্রশান্ত কিশোরের ইন্ডিয়ান পলিটিকাল অ্যাকশন কমিটি বলে জানা যাচ্ছে।

তবে যদি কমল হাসানের দলের সঙ্গে তাদের কাজের মেয়াদ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে অবশ্য এক রাজ্যে দুটি ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া সম্ভব হবে না প্রশান্ত কিশোরের পক্ষে। তাই এখন রাজনৈতিক মহলের দেখার বিষয়, শেষ পর্যন্ত এআইএডিএমকে দলের সঙ্গে সহযোগিতা করে প্রশান্ত কিশোর অন্যান্য রাজনৈতিক দল যেমন তৃণমূল কংগ্রেস, নীতীশ কুমারের দল, জগনমোহন রেড্ডিদের মত তাদেরকেও সফলতা এনে দিতে পারে, নাকি কমল হাসানের দলের সঙ্গে সমঝোতার বৃদ্ধি পেয়ে এআইএডিএমকের স্বপ্ন অধরা থেকে যায়!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!