এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল নেতাদের ফাঁকিবাজিতে বিরক্ত পিকে! মাত্র ৬ মাসের মধ্যেই বিধানসভা নির্বাচনের ইঙ্গিত!

তৃণমূল নেতাদের ফাঁকিবাজিতে বিরক্ত পিকে! মাত্র ৬ মাসের মধ্যেই বিধানসভা নির্বাচনের ইঙ্গিত!

2011 সালে বাম বিরোধিতার মধ্যে দিয়েই ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। আর ক্ষমতার স্বাদ পাওয়ার পর থেকেই তৃণমূলের নেতা থেকে মন্ত্রীদের মধ্যে আলস্য ভাব জাঁকিয়ে বসেছে বলে দাবি করেন একাংশ। যার ফলে ক্ষমতায় ডুবে যাওয়া জনপ্রতিনিধিদের সঙ্গে জনসাধারণের যোগাযোগ তো দূর অস্ত, উল্টে দুর্নীতি করতে শুরু করেছিলেন তৃণমূলের অনেক পদাধিকারী। যার ফলে সদ্যসমাপ্ত 2019 এর লোকসভা নির্বাচনে তৃণমূলকে করুন ফলাফল দেখতে হয়েছে।

এদিকে দলের এই খারাপ ফলাফলের পরই ভোটগুরু বলে পরিচিত প্রশান্ত কিশোরকে দলের রননীতিকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই “দিদিকে বলো” কর্মসূচির মধ্যে দিয়ে তৃণমূলের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে উদ্যোগী হন সেই প্রশান্ত কিশোর। গোটা রাজ্যজুড়ে সাধারণ মানুষের কাছে তৃণমূল নেতা, মন্ত্রী, বিধায়কদের পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন করে সরাসরি তারা অভিযোগ জানাতে পারবেন বলে জানান তৃণমূলের পদাধিকারীরা।

পাশাপাশি মানুষের অভাব অভিযোগ শুনে তাদের বাড়িতে রাত কাটানোর নিদান দেন প্রশান্ত কিশোর। সেইমতো তৃণমূলের বিধায়করা তা পালন করছেন। তবে সদ্যসমাপ্ত রাজ্যের বিধানসভা উপনির্বাচনে এই “দিদিকে বলোর” সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। তিনটির মধ্যে তিনটিতেই জয়লাভ করেছে তারা। কিন্তু এই জয়ের জন্য যাতে তারা বেশি আত্মপ্রত্যয়ী না হন এবং যাতে কাজের আলস্য ভাব তৈরি না হয়, তার জন্য এবার সকলকে কড়া নির্দেশ দিলেন প্রশান্ত কিশোর।

সূত্রের খবর, মঙ্গলবার রাজ্যের প্রতিটি জেলার তৃণমূল নেতৃত্বকে কলকাতায় ডেকে পাঠায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। যেখানে “দিদিকে বলো” কর্মসূচি নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। যে বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, যুব তৃনমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোটগুরু প্রশান্ত কিশোর। আর সেই বৈঠকেই 2021 এর বিধানসভা ভোট 2020 তেই হওয়ার কথা জানিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের রক্তচাপ বাড়িয়ে দেন প্রশান্ত কিশোর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তার এই কথা যে শুধুমাত্র এখন থেকেই তৃণমূল নেতৃত্বকে দলের কর্মসূচিতে মশগুল করে দেওয়ার জন্য, তা পরে স্পষ্ট হয় জেলা নেতৃত্বের কাছে। সূত্রের খবর, এদিনের বৈঠকে জেলা নেতৃত্বের উদ্দেশ্যে প্রশান্ত কিশোর বলেন, “2021 এর মে নয়, ভেবে নিতে হবে 2020 সালের মাঝামাঝি সময়ে ভোট হবে। ভোটের প্রাকমুহুর্তে যেমন অন্যান্যবার ঝাঁপিয়ে পড়েন, এবার তেমনভাবে দু’বছর আগে থেকেই ময়দানে নামতে হবে। আমরা চাইছি দু’বছর আগে থেকে সেই প্রক্রিয়া শুরু হোক।”

বিশ্লেষকরা বলছেন, ভোট গুরু প্রশান্ত কিশোরের এহেন বক্তব্যের মধ্যে দিয়ে অনেক ভাবনা প্রকাশ হয়ে গেল। কেননা প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নেওয়ার পর বুঝে নিয়েছেন যে, দলের নেতাকর্মীরা অত্যন্ত আলস্য ভাবে দিন কাটাতে চান। তবে তাদের এই ভাব যে তাদের ক্ষতির সম্মুখীন করতে পারে, তা উপলব্ধি করেই প্রশান্ত কিশোর 2021 এর বিধানসভা নির্বাচনকে 2020 তে হতে পারে বলে জেলা তৃণমূল নেতৃত্বকে এখন থেকেই কর্মসূচিতে তৎপর থাকার বার্তা দিলেন।

অর্থাৎ তিনি বুঝিয়ে দিতে চাইলেন, এখন আর বসে থাকার সময় নয়। “দিদিকে বলো” কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের মন জয় করতে হবে। তবে “দিদিকে বলো” কর্মসূচিতে অনেক নেতা যে ফাঁকিবাজি দিয়ে তাদের কাজ চালাচ্ছেন, এদিনের বৈঠকে তাও জানিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর। তিনি বুঝিয়ে দিয়েছেন, নেতৃত্বরা যতই তাদের রিপোর্ট পাঠান না কেন, তার টিমের নজর সবার প্রতি রয়েছে। তাই সেক্ষেত্রে ফাঁকিবাজি রিপোর্ট পাঠালে সবাই ধরা পড়ে যাবে।

জানা যায়, এদিন “দিদিকে বলো” কর্মসূচিতে ঠিকমত কাজ না করার জন্য দুই নেতাকে সেই কর্মসূচি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি “দিদিকে বলো” কর্মসূচি চালালেও অনেক নেতা রাত্রিবেলা সাধারণ মানুষের বাড়িতে রাত্রিবাস করছেন না। সেই খবরও পিকের টিমের কাছে এসেছে। তাই এদিনের বৈঠকে সেই সমস্ত নেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে। তবে যদি তারা পরবর্তীতে তাদের ফাঁকিবাজি অটুট রাখেন, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে দলীয় সূত্রে।

এদিন এই প্রসঙ্গে এই বৈঠকে উপস্থিত মুর্শিদাবাদ জেলায় “দিদিকে বলো” কর্মসূচির কো-অর্ডিনেটর অরিৎ মজুমদার বলেন, “দিদিকে বলো কর্মসূচির ওপর আরও জোর দিতে বলা হয়েছে।” তবে প্রশান্ত কিশোর এখন থেকে দলকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তৎপর হওয়ার কথা বললেও এবং দলীয় কর্মসূচিতে ফাঁকিবাজি কমানোর নির্দেশ দিলেও, শেষ পর্যন্ত তা কতটা কার্যকর হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!