এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রশান্ত কিশোর, ফড়ে, মলত্যাগ! তথাগত রায়ের ত্রিমুখী ট্যুইট খোঁচায় সরগরম রাজ্য-রাজনীতি!

প্রশান্ত কিশোর, ফড়ে, মলত্যাগ! তথাগত রায়ের ত্রিমুখী ট্যুইট খোঁচায় সরগরম রাজ্য-রাজনীতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বঙ্গ রাজনীতিতে সম্প্রতি যাকে নিয়ে সবথেকে বেশি আলোচনা চলছে, তিনি হলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর মুখ হবার ইচ্ছা প্রকাশ করেছেন। আর তাই নিয়েই এবার বিজেপি শিবিরে শুরু হয়েছে নতুন সমীকরণের সম্ভাবনা। যদিও গেরুয়া শিবিরে তথাগত রায় সক্রিয় রাজনীতিতে ফিরলেও ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি কাকে মুখ করতে চলেছে তা নিয়ে জোর জল্পনা চলছে দলের অন্দরেই।

অন্যদিকে গেরুয়া শিবিরে আগে থেকেই মুকুল দিলিপের দ্বন্দ্ব অব্যাহত। এই অবস্থায় তথাগত রায় বিজেপিতে সক্রিয় হওয়ার জন্য নতুন করে যে আবার দ্বন্দ্ব তৈরি হবে, সে কথা বুঝতে পেরে তথাগত রায় এই দ্বন্দ্ব তৈরীর নেপথ্যে প্রশান্ত কিশোরকে দায়ী করে এক হাত নিলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর প্রশান্ত কিশোরকে আক্রমণ করতে গিয়ে তথাগত রায় যেভাবে নিজের শিক্ষিত-মার্জিত রুচিশীলতার পরিচয়কে পিছনে ফেলে কুকথা প্রয়োগ করলেন তা দেখে রীতিমতো বিস্মিত হতবাক বাংলার রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি তথাগত রায় একটি টুইট করেন, যেখানে তিনি প্রশান্ত কিশোরের সঙ্গী সাথীদের ফড়েদের এর সাথে তুলনা করেছেন। আর তাদের টুইটগুলিকে তথাগত রায় এদিন মলত্যাগের সঙ্গে তুলনা করেন যা নিয়ে রীতিমতো সমালোচনা চলছে রাজনৈতিক মহলে। অনেকেই মনে করছেন, বিজেপিতে সক্রিয়ভাবে দীর্ঘদিন পর তথাগত রায় আত্মপ্রকাশ করার পর সোজাসুজি ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরকেই আক্রমণের নিশানা করেছেন। আর সেক্ষেত্রে তথাগত রায় দাবি করেছেন, 500 কোটি টাকা দিয়ে প্রশান্ত কিশোরকে এনে তৃণমূল কিছুই লাভ করতে পারবে না। কারণ 2021 এ তৃণমূল রাজ্য থেকে সরছে এবং সে জায়গায় আসছে বিজেপি।

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর মতো এদিন তথাগত রায়ও দাবি করেছেন প্রশান্ত কিশোরই বিজেপিতে মুকুল দিলিপের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে। অন্যদিকে জানা যাচ্ছে, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বিজেপি কাউকে বাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে মুখ করে বিধানসভা নির্বাচন লড়বেনা। কিন্তু তা সত্বেও গেরুয়া শিবিরের একাংশের উৎসাহ লক্ষণীয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, তথাগত রায় দীর্ঘদিন বাদে বিজেপি শিবিরে ফেরত এসে যেভাবে প্রথমেই বিতর্কিত কথাবার্তা শুরু করলেন, তাতে বোঝাই যাচ্ছে আগামী দিনে রাজ্যবাসী বিজেপি তৃণমূল দ্বন্দ্ব নতুন আঙ্গিকে দেখতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!