এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রশাসনিক সভা থেকে কর্মসংস্থানের দিশা দেখালেন মমতা ! বেকারত্ব দূরীকরণে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর !

প্রশাসনিক সভা থেকে কর্মসংস্থানের দিশা দেখালেন মমতা ! বেকারত্ব দূরীকরণে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বেকারত্ব দূরীকরণের জন্য এর আগেও রাজ্যে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে রাজ্য সরকারের উদ্দেগ্যে আর এর মধ্যেই  আজ মঙ্গলবার মেদিনীপুর প্রশাসনিক সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় , আর এই সভা থেকেই কর্মসংস্থানের একাধিক দিশা দেখালেন তিনি। আজ  প্রশাসনিক সভা থেকে বেকারত্ব সমস্যা সমাধানের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী খড়গপুরের শিল্পপার্কে সাইকেল হাব তৈরির ঘোষণা করলেন যেখানে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে বলে আশাবাদি মুখ্যমন্ত্রী ।

এদিন সভা থেকে মুখ্যমন্ত্রী  জানান যে রজ্যে প্রায় ৭৮.৯ শতাংশ পরিবারে অন্তত একটি করে সাইকেল রয়েছে যা সারা দেশের মধ্যে সর্বাধিক । সেই সাথে সরকারি প্রকল্প সবুজ সাথীর সুফল পাচ্ছে রাজ্যবাসী অথচ রাজ্যে কোথাও সাইকেল তৈরির কারখানা নেই তাই তিনি এই সমস্যা সমাধানের জন্য এবং নতুন কর্মসংস্থানের উদ্দেশে প্রশাসনিক সভা থেকে জানান  ‘এবার খড়গপুরের শিল্পপার্কে তৈরি হবে সাইকেল হাব।’ এর পাশাপাশি সুষ্ঠভাবে যাতে  জব ফেয়ার সম্পন্ন করা যায় তা দেখার নির্দেশ দিয়েছেন মমতা  ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!