এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রতারক দেবাঞ্জনের সঙ্গে শাসকদলের যোগ নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের

প্রতারক দেবাঞ্জনের সঙ্গে শাসকদলের যোগ নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টভুয়ো ভ্যাকসিন কান্ড ঘিরে রাজনৈতিক তরজা অব্যাহত। সাম্প্রতিক কালে সবথেকে বেশি আলোচনা হয়েছে যে ব্যক্তিকে নিয়ে সে হলো দেবাঞ্জন দেব। কার্যত কসবা ভুয়ো ভ্যাকসিন কান্ডের মূল অভিযুক্ত হলো এই দেবাঞ্জন। দেবাঞ্জন ধরা পড়ার পর থেকেই একের পর এক বিতর্ক শুরু হচ্ছে। পাশাপাশি দেবাঞ্জনের সাথে তৃণমূলের বেশকিছু নেতার ছবি সামনে আসে। আর এই নিয়ে সরব হয় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সম্প্রতি দেবাঞ্জন এবং তৃণমূলকে একসাথে জড়িয়ে একটি বড়সড় বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

তিনি জানিয়েছেন, দক্ষিণ কলকাতার তৃণমূলের আইটি সেলের আহ্বায়কের দায়িত্বে ছিল অভিযুক্ত প্রতারক দেবাঞ্জন। কার্যত সংগঠন থেকে সরকার সর্বক্ষেত্রেই দেবাঞ্জনের অবাধ বিচরণের অভিযোগ তোলেন দিলীপ ঘোষ। আর তাই সবকিছু জানা সত্বেও দেবাঞ্জনকে কেউ কিছু বলেনি এতদিন। দেবাঞ্জনও ধরা পড়েনি। অবশ্য দিলীপ ঘোষ দেবাঞ্জনের সঙ্গে তৃণমূলের যোগ থাকার অভিযোগ তুলেছিলেন আগেই। পাশাপাশি তিনি জানিয়েছেন, দেবাঞ্জনের এক সহকারি বিজেপিকে জানিয়েছে, এবারের নির্বাচনের আগে দীর্ঘদিন ভোটার তালিকা তৈরি করেছে দেবাঞ্জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে দিলীপ ঘোষের অভিযোগ একুশের বিধানসভা নির্বাচনে বহু জায়গায় দেবাঞ্জনের মতো ভুয়ো ব্যক্তিরা সরকারি পরিচয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে। কার্যত ভোটকে প্রভাবিত করতেই এই পরিকল্পনা করা হয়েছিল। দিলীপ ঘোষের অভিযোগ, ভোটদান থেকে গণনা পর্যন্ত বিভিন্ন পর্যায় থেকেছে এইসব ভুয়ো ব্যক্তিরা শাসকদলের ইঙ্গিতে। তাই এবার দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন, এ ব্যাপারে সঠিক তদন্ত না হলে তাঁরা আদালতে যাবেন। কার্যত দেবাঞ্জন দেব যে এই মুহূর্তে শাসক-বিরোধী তরজার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা তৃণমূলের পক্ষ থেকে ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে দেবাঞ্জনকে ঘিরে। অন্যদিকে দেবাঞ্জনের সঙ্গে যদি সরকারপক্ষের কেউ যুক্ত থাকে, তাহলে তাঁকে যে রেয়াত করা হবেনা, সে ব্যাপারে আগেই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত দেবাঞ্জন দেব সংক্রান্ত আর কি কি নতুন তথ্য সামনে আসে সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!