এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > প্রতারণা মামলায় বিদেশ পালিয়েও মুক্তি নেই, ভারতে ফিরিয়ে আনতে উদ্যোগ

প্রতারণা মামলায় বিদেশ পালিয়েও মুক্তি নেই, ভারতে ফিরিয়ে আনতে উদ্যোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মেহুল চকসি এই নামটি অত্যন্ত পরিচিত প্রতারণা সংক্রান্ত মামলায়। দেশে যে কজন প্রতারণা করে অন্য দেশে পালিয়ে গিয়েছেন তার মধ্যে অন্যতম হলেন এই মেহুল চোকসি। জানা গিয়েছে এই মুহূর্তে মেহুল চোকসি ডমিনিকায় রয়েছেন। প্রসঙ্গত, কয়েকদিন আগে অ্যান্টিগা থেকে কিউবা পালানোর সময়ে ডমিনিকায় ধরা পড়ে চোকসি। এরপর তাঁকে ডমিনিকা কারাগারে রাখা হয়। সেখান থেকেই এবার ভারত মেহুল চোকসিকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাপনা শুরু করেছে। ইতিমধ্যেই ডমিনিকা যাত্রা করেছে ভারতের বিদেশ মন্ত্রক, ইডি, সিবিআই এবং সিআরপিএফের সদস্যদের নিয়ে গঠিত মোট 8 জনের বিশেষ দল।

এই দলের অন্যতম সদস্য হিসেবে রয়েছেন সিবিআইয়ের ব্যাংক প্রতারণা সংক্রান্ত তদন্ত শাখার প্রধান সারদা রাউত। মেহুল চোকসির বিরুদ্ধে অভিযোগ, মেহুল ও তাঁর আত্মীয় নীরব মোদী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে মোট 13 হাজার 500 কোটি টাকা আত্মসাৎ করে নীরবে বিদেশে পালিয়ে গিয়েছিলেন। আপাতত ডমিনিকা থেকে মেহুলকে এ দেশে ফিরিয়ে আনতে জোর দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তা নির্ভর করছে, মেহুলের  ভারতীয় নাগরিকত্বের ওপর। পাশাপাশি ডমিনিকা আদালতে মেহুল চোকসির বিরুদ্ধে যাবতীয় যা যা অভিযোগ আছে, তা প্রকাশ্যে আনা হবে।

ভারত সরকারের শীর্ষ আধিকারিক স্তর থেকে জানা গিয়েছে, দেশে ফেরানোর জন্য মেহুল চোকসিকে সবার প্রথমে ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণ করতে হবে। পাশাপাশি চোকসির বিরুদ্ধে সমস্ত মামলার কাগজপত্র সাথে করে নিয়ে গেছে ভারতের তদন্তকারী সংস্থার 8 সদস্যের এই বিশেষ দল। কারণ মনে করা হচ্ছে, ভবিষ্যতে ভারতকে মেহুল মামলায় ডোমিনিকান আদালত যদি অন্তর্ভুক্ত করতে চায়, সেক্ষেত্রে কোনো রকম বাধা যাতে না আসে তার দিকে নজর দেওয়া হয়েছে আগেভাগেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে মেহুল চোকসি ইতিমধ্যেই অভিযোগ করেছেন, ডমিনিকায় গ্রেপ্তার হওয়ার পর তাঁর ওপর অত্যাচার হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি ভারত সরকারের। একই সাথে অ্যান্টিগা এবং বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন ইতিমধ্যেই স্বীকার করেছেন, ভারতের পক্ষ থেকে মেহুল চোকসিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা শুরু হয়েছে। প্রসঙ্গত মনে করা হচ্ছে, সবকিছু যদি পরিকল্পনামাফিক হয় তাহলে এবারেই ফিরিয়ে আনা সম্ভব হবে মেহুলকে এবং ভারতে পা দেওয়া মাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে।

অন্যদিকে ডমিনিকায় আদালতে মেহুলের আইনজীবী জানিয়েছেন, মেহুল এখন আর ভারতীয় নাগরিক নন। সেক্ষেত্রে তাঁকে ভারতে প্রত্যার্পণের কোনো প্রশ্ন থাকতেই পারেনা। সব মিলিয়ে মেহুল চোকসিকে যদি ভারতে ফিরিয়ে আনা যায়, তাহলে এযাবৎকাল এটাই কেন্দ্রীয় সরকারের অন্যতম সাফল্য বলে স্বীকৃত হবে তবে পুরোটাই নির্ভর করছে সম্ভাবনার ওপর। আপাতত ডোমিনিকায় 8 সদস্যের বিশেষ দল কতদূর কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারেন, সে দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!