এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > প্রথম দফা ভোটের মুখে এসে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের নির্দেশ নির্বাচন কমিশনের, তীব্র ক্ষোভ প্রকাশ শাসক দলের

প্রথম দফা ভোটের মুখে এসে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের নির্দেশ নির্বাচন কমিশনের, তীব্র ক্ষোভ প্রকাশ শাসক দলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট যত কাছে আসছে, ততই কড়া হচ্ছে নির্বাচন কমিশন। এ রাজ্যে ভোট করাতে এসে প্রথম থেকেই রাজ্যের পুলিশ আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকদের একের পর এক বদল করা হয়েছে। গতকাল রাজ্যের বড়োসড়ো পুলিশ কর্তার ক্ষমতা নিষ্ক্রিয় করা হয়েছে। আগামী শনিবার রাজ্যে প্রথম দফার ভোট। কিন্তু তার আগেই যেভাবে রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলার অবনতি হতে দেখা যাচ্ছে, তা নিয়ে এবার আরও কঠোর হলো নির্বাচন কমিশন। আর আবার একগুচ্ছ প্রশাসনিক কর্তাকে বদলি করা হলো।

বদলির অর্ডার এসেছে যাদের নামে তাঁরা হলেন- রাজ্যের পশ্চিমাঞ্চলীয় এডিজি সঞ্জয় সিং, ঝাড়গ্রামের ডিইও আয়েশা রানি, ডায়মন্ড হারবারের এসপি অভিজিৎ ব্যানার্জি, কোচবিহারের এসপি কে কানন এবং দক্ষিণ কলকাতার ডিসিপি সুধীর নীলকন্ঠ। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে কমিশনের চিঠি পৌঁছে গিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বদলি হওয়া অফিসারদের কোনরকম নির্বাচনী কাজে লাগানো যাবেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই সাথে বলা হয়েছে, ঝাড়গ্রামের সদ্য-প্রাক্তন ডিইও আয়েশা রানি নির্বাচন চলা পর্যন্ত মুখ্য সচিবের দপ্তরেই যুক্ত থাকবেন। অন্যদিকে যে পাঁচ জন অফিসারকে বদলি করা হল তাঁদের জায়গায় যারা আসছেন, তাঁরা হলেন- পশ্চিমাঞ্চলীয় এডিজি হচ্ছেন এবার ডক্টর রাজেশ কুমার, ঝাড়গ্রামের ডিইও হয়ে আসছেন আইএএস জয়েসী দাশগুপ্ত, ডায়মন্ড হারবারের এসপির জায়গায় আসছেন আইপিএস অরিজিৎ সিনহা, কোচবিহারের এসপির জায়গায় আসছেন আইপিএস দেবাশীষ ধর, দক্ষিণ কলকাতার ডিসিপির জায়গায় আসছেন আইপিএস আকাশ মাঘারিয়া।

প্রসঙ্গত, বাংলা নির্বাচন নিয়ে প্রথম থেকেই কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। এবারের ভোটে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে মরিয়া কমিশন। আর সেদিকে নজর দিয়েই এত পরিবর্তন। কিন্তু রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, রাজ্যের প্রশাসনিক দপ্তরের পরিবর্তন হলেও পরিস্থিতি যে বিশেষ কিছু বদল হয়েছে, তা মনে হচ্ছেনা। কারণ, ভোট যত কাছে আসছে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে  ততই রাজনৈতিক হিংসার কথা উঠে আসছে। বোমাবাজিও পুরোদমে চলছে। সুতরাং বিতর্ক চলছে। এদিকে এই বিপুল প্রশাসনিক বদলের জন্য ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কমিশনের বিরুদ্ধে চড়া ভাষায় তোপ দেগেছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!