এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা কবে থেকে যাবে স্কুল? কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী?

প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা কবে থেকে যাবে স্কুল? কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নতুন করে আবার রাজ্যের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তর কড়া বিধি নিষেধ মেনে চলার কথা বলেছে। প্রসঙ্গত কিছুদিন যাবত সংক্রমণ নিম্নমুখী হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর নির্দেশ অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল শুরু হয়ে গিয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল খুলে যাওয়ায় স্বাভাবিকভাবেই পড়ুয়ারা খুব খুশি ছিল। কিন্তু প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা এখনো পর্যন্ত ঘরবন্দী। করনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকায় মনে করা হচ্ছিল, হয়তো আর কিছুদিনের মধ্যে নীচু শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল খুলে যেতে পারে।

কিন্তু আপাতত তেমন কিছু আর হচ্ছেনা বলেই অনুমান করছে সবাই। আগামী তেশরা জানুয়ারি থেকে পরবর্তী শিক্ষা বর্ষের জন্য প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা আপাতত অনলাইনেই পঠন-পাঠন করবেন বলে জানিয়ে দিলো শিক্ষা দপ্তর। পাশাপাশি আগামী পয়লা জানুয়ারি এবং দুসরা জানুয়ারির মধ্যে পড়ুয়াদের মিড ডে মিলের সামগ্রী এবং নতুন বইপত্র দেওয়ার কথা জানিয়েছে স্কুলগুলিতে শিক্ষা দপ্তর। তাই ছুটির দিন হলেও কাজ করতে হবে স্কুলে। অন্যদিকে প্রশ্ন উঠেছে যদি সংক্রমণ আরও ঊর্ধ্বমুখী হয়, এবার কি স্কুল-কলেজ আবার বন্ধ হতে চলেছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুরো পর্যালোচনা করে তবেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে রাখা উচিত কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অন্যদিকে আগামী তেশরা জানুয়ারি থেকে 15 থেকে 18 বছর বয়স্কদের কোভিড টিকাকরণ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ছোটদের স্বাস্থ্য নিয়ে কোনোরকম ঝুঁকি নেওয়া চলবে না। তাই স্কুল কলেজগুলির উপর আপাতত নজর রাখা হবে। সংক্রমণ বাড়লে স্কুল কলেজ বন্ধ করতেই হবে।

একসাথে রাজ্যে আবার বিধি-নিষেধ বাড়ানোর কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় আরও একবার হতাশায় ডুবে গেল পড়ুয়ারা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন বাড়িতে থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা একঘেয়েমির শিকার হয়েছে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় সামনে আরো এক বছর তাঁদের অনলাইনে ক্লাস করতে হবে। আপাতত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!