এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > প্রাথমিক শিক্ষক নিয়োগে বড়োসড়ো দুর্নীতি, শিক্ষা সংসদের ওপরে ক্ষুব্ধ বিচারপতি

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড়োসড়ো দুর্নীতি, শিক্ষা সংসদের ওপরে ক্ষুব্ধ বিচারপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি উচ্চমাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। উচ্চ প্রাথমিকের দুর্নীতি নিয়ে একের পর এক মামলা চলেছে আদালতে। উচ্চ প্রাথমিকের নিয়োগে স্থগিতাদেশ জারি করা হয়েছে। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগে বড়োসড়ো দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, কোনরকম নথিপত্র ছাড়াই ১২ জনকে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে।

টেট পরীক্ষায় পাশ না করে,প্রয়োজনীয় নথিপত্র না দিয়েই প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল ১২ জনকে। এমনই অস্বচ্চ নিয়োগ করা হয়েছে উত্তর দিনাজপুর জেলায়। জানা যায়, ২০১৬ নামে এক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছিল প্রাথমিক শিক্ষক হিসেবে। নিয়োগ এর উপযুক্ত নথিপত্র ছিল না তার কাছে। এরপর সম্প্রতি এ বিষয়ে অভিযোগ উঠলে তাকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার পর আদালতের দ্বারস্থ হন তিনি। তিনি অভিযোগ করেছেন, তার মতো আরো ১২ জন শিক্ষককে এভাবেই নিয়োগ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তারা এখনও তাদের পদে বহাল রয়েছেন। এই ১২ জন শিক্ষকের নামের তালিকা পর্যন্ত তিনি আদালতে পেশ করেছেন। হাইকোর্টে এই মামলা উঠতেই অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলাটিকে জনস্বার্থ মামলা হিসেবে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চে সমস্ত রকম তথ্য প্রমাণ পাঠিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কি করে নথিপত্র ছাড়াই চাকরি দেওয়া হলো প্রাথমিক শিক্ষকের? তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!