এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রতিবাদ মিছিল রাস্তায় নামতেই পুলিশের বাধার মুখে গেরুয়া শিবির, তীব্র চাপানউতোর

প্রতিবাদ মিছিল রাস্তায় নামতেই পুলিশের বাধার মুখে গেরুয়া শিবির, তীব্র চাপানউতোর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল মিটেছে কলকাতা পুরভোট। কিন্তু সেই পুর ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক অভিযোগ সামনে এসেছে। এবং যথারীতি বিজেপিসহ অন্যান্য বিরোধীদের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। অভিযোগের তীর অবশ্যই রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে। অভিযোগ উঠেছে, কলকাতা পুরভোটে নিয়ম ভেঙে ছাপ্পা ভোট এবং রিগিং হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সবকিছু জেনেও কোনো ব্যবস্থা গ্রহণ করছেনা। আর এই নিয়ে বিজেপি আজকে প্রতিবাদ মিছিল করে সেন্ট্রাল অ্যাভিনিউতে। আর সেই প্রতিবাদ মিছিল ঘিরে রীতিমতো দক্ষযজ্ঞ হয়ে গেল।

জানা গিয়েছে, সেন্ট্রাল অ্যাভিনিউতে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীরা রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন। ইতিমধ্যে ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে প্রতিবাদ করতে গিয়ে এক বিজেপি প্রার্থী অসুস্থও হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। বঙ্গ বিজেপি শিবিরের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, কলকাতা পুরভোটে কিন্তু ব্যাপক হিংসা হয়েছে, ছাপ্পাভোট হয়েছে। আর তাই পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে তাঁরা। যদিও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে গেরুয়া শিবিরের এই দাবি পত্র পাঠ খারিজ করে দেওয়া হয়েছে। আর তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এবার বিরোধীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে জোরদার প্রতিবাদ করতে গিয়ে আজকে পথে নেমেছে গেরুয়া শিবির। সোমবার দুপুর তিনটা থেকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল তাঁরা। পূর্বপরিকল্পনা অনুযায়ী বিজেপির সদর দপ্তর থেকে এই মিছিল শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন প্রতাপ বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, কল্যান চৌবের মতন একাধিক বিজেপি নেতা এবং বহু কর্মী-সমর্থক। জানা গিয়েছে, পুলিশ প্রথমে ব্যারিকেড করে এই মিছিল আটকানোর চেষ্টা করে।

কিন্তু বিজেপি নেতা কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করলেই শুরু হয় ব্যাপক গন্ডগোল। পুলিশের সঙ্গে প্রথমে বচসা শুরু হয় বিজেপি নেতা কর্মীদের। তারপর শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি এখনো যথেষ্ট উত্তেজনাময় হয়ে রয়েছে। খুব স্বাভাবিকভাবেই প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা দানকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে। সরব হয়েছেন বিজেপি অন্যান্য নেতা কর্মীরাও। আপাতত এই ঘটনার রেশ ধরে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর যে অন্য আঙ্গিকে এগিয়ে যাবে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!