এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রতিবাদের নামে রেলের সম্পত্তি ধ্বংস! রেল দোষীদের সাব্যস্ত করে শাস্তি দেবার কথা ঘোষণা করল

প্রতিবাদের নামে রেলের সম্পত্তি ধ্বংস! রেল দোষীদের সাব্যস্ত করে শাস্তি দেবার কথা ঘোষণা করল

সংশোধিত নাগরিকত্ব আইন এর বিরুদ্ধে হিংসাত্মক বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশে। বলা যায় সারা ভারতবর্ষেই এই বিক্ষোভ চলেছে। রেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই হিংসাত্মক বিক্ষোভের জেরে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে প্রায় 16 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাপক তান্ডব ও ভাঙচুর হয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এমনকি তাণ্ডবে দুদিন ট্রেন চলাচল বিপর্যস্ত হয় এবং অনেক ট্রেন বাতিল হয়ে যায়। অন্যদিকে, ট্রেন বাতিল হবার কারণে সাধারণ যাত্রীরা চূড়ান্ত হয়রানির স্বীকার হন। এবার রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, রেলওয়ে পুলিশ যদি দুর্বৃত্তদের শনাক্ত করতে পারেন, তাহলে তাঁদের দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হবে এবং ক্ষতিপূরণ আদায় করা হবে।

সারা ভারতজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে প্রায় 80 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ভারতীয় রেলের। ট্রেনের কামরা পোড়ানো থেকে শুরু করে সিগনাল ট্রাক উপড়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে। এর মধ্যে পূর্বাঞ্চলের 70 কোটি এবং উত্তর-পূর্বাঞ্চলের 10 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে রেল। তবে সূত্রের খবর, চূড়ান্ত পর্যালোচনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে রেল কর্তৃপক্ষের চেয়ারম্যান বিনোদ কুমার। তিনি জানিয়েছেন, রেলওয়ে পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছেন, করতে পারলে ক্ষতিপূরণ আদায় শুরু হবে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ স্টেশনে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের সময় পাঁচটি খালি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে হাওড়া জেলাতেও একটি স্টেশনে আগুন লাগিয়ে ভাঙচুর চালানো হয়। এর আগে উত্তরপ্রদেশে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হিংসাত্মক ঘটনা ঘটেছে সরকারি সম্পত্তির ক্ষতি করে। তা ক্ষতিপূরণ হিসেবে আদায় করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরকারি সম্পত্তি ক্ষতি করার জন্য জেলার 28 জনকে চিহ্নিত করেছিল উত্তরপ্রদেশ জেলা প্রশাসন। রীতিমতো আইনি নোটিশ জারি করে তাঁদের কাছে 14 লাখ 86 হাজার টাকা আদায়ের নির্দেশ দেয় যোগী প্রশাসন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চাপের মুখে পড়ে ভাঙচুরের জন্য উত্তরপ্রদেশ সরকারের হাতে বুলন্দ শহরের মুসলিম সম্প্রদায় 6 লাখ 27 হাজার টাকার চেক তুলে ক্ষতিপূরণ দেয় বলে জানা গেছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গের মালদার একাধিক স্টেশনেও ভাঙচুর হয়েছে বলে জানা গেছে। উত্তর পূর্ব রেলের অধীন অসমের কিছু ট্রেনেও এবং স্টেশনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে শোনা যাচ্ছে। জানা গেছে, এ বিষয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দেন রেলের সম্পত্তির ক্ষতি করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। রেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, রেল সম্পত্তি ভাঙচুরের ঘটনায় যদি কোনো অভিযুক্ত চিহ্নিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে ভারতীয় রেলওয়ে আইনের তত্ত্বাবধানে বিভিন্ন ধারায় মামলা করা হবে। এবং মামলায় দোষী প্রমাণিত হলে 7 বছর পর্যন্ত জেল হতে পারে।

অন্যদিকে, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যে ভয়ংকর ছবি কিছুদিন আগেই ধরা পড়েছে, তা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আন্দোলনের নামে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটল তা কি আদৌ কোনো রকম আলোর দিশা দেখাতে সমর্থ হবে? রাজনৈতিক মহলের একাংশের মতে, আন্দোলনকারীদের অবশ্যই মাথায় রাখা উচিত, আন্দোলনের নামে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড হয়েছে তার দায় যেন কোনোভাবেই তাদের সমগ্র আতঙ্কিত জনগোষ্ঠীকে না চোকাতে হয়। আপাতত নাগরিকত্ব সংশোধনী আইনের যে প্রতিবাদ শুরু হয়েছিল তা এখনো বর্তমান, দেশের বিভিন্ন জায়গায়। আপাতত পরিস্থিতির ওপর নজর রেখেছে রাজনৈতিক পর্যবেক্ষকগণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!