এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রতিমন্ত্রীর জায়গায় বাংলার চার বিজেপি সাংসদ কতটা সাফল্য পাবেন? চলছে তর্ক-বিতর্ক

প্রতিমন্ত্রীর জায়গায় বাংলার চার বিজেপি সাংসদ কতটা সাফল্য পাবেন? চলছে তর্ক-বিতর্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগে থেকেই অনুমান করা হচ্ছিল বাংলা থেকে এবার উল্লেখযোগ্যভাবে প্রতিমন্ত্রীর সংখ্যা বাড়ছে। এবং শেষ পর্যন্ত তাই হল। দুইয়ের বদলে এবার চারজন বিজেপি সাংসদ পেলেন প্রতিমন্ত্রীর দায়িত্ব শুধু বাংলা থেকেই। প্রথমবারের মন্ত্রীসভার সম্প্রসারণে মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন বাংলার দুই সাংসদ বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। কিন্তু শোনা যাচ্ছে, বিগত দিনে খারাপ পারফরম্যান্সের কারণে দ্বিতীয়বারে এই দুই প্রতিমন্ত্রীকে ছেঁটে ফেলা হয়েছে। তাঁদের বদলে জায়গা পেয়েছেন বাংলার চার সাংসদ। এবং সেক্ষেত্রে যে ভারসাম্যের রাজনীতি যথেষ্ট গুরুত্ব সহকারে পালন করা হয়েছে, তা নিয়ে কোনো দ্বিমত নেই বিশেষজ্ঞদের।

কার্যত এবার বাংলা থেকে যে চারজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে, তাঁরা হলেন- আলিপুরদুয়ার থেকে জন বার্লা, কোচবিহারের নিশীথ প্রামাণিক, বনগাঁর শান্তনু ঠাকুর এবং বাঁকুড়ার সুভাষ সরকার। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, প্রতিমন্ত্রী হিসেবে এই চারজন কি নিজেদের সফল করতে পারবেন? আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলে ব্যাপক তর্ক-বিতর্ক। কার্যত রাজনৈতিক মহলের অনেকেই মনে করেন, প্রতিমন্ত্রী হলেও সেভাবে বিশেষ কাজ বা গুরুত্ব থাকেন। খুব স্বাভাবিকভাবেই কাজ না করলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কোনো প্রশ্ন নেই। আবার অনেকেই মনে করেন প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর ঠিক এই জায়গাতেই নিজেকে প্রমাণ করেছিলেন দমদমের বিজেপি সাংসদ তপন সিকদার। বাজপেয়ীর আমলে তিনি ছিলেন টেলিকমের প্রতিমন্ত্রী এবং তারপর তাঁকে আর আটকানো যায়নি। একের পর এক পরিবর্তনের কথা বলেছেন তপন সিকদার। তবে সেসময় টেলিকম মন্ত্রী ছিলেন প্রমোদ মহাজন। আর তাঁর সঙ্গে যথেষ্ট সখ্য ছিল এই তপন সিকদারের। যথারীতি পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী- এই দুইয়ের হাত ধরে ভারতের টেলিকম দুনিয়ায় আসে ব্যাপক পরিবর্তন।

পাশাপাশি প্রতিমন্ত্রী হিসাবে তপন শিকদারের নাম উজ্জ্বল হয়ে ওঠে ভারতীয় রাজনীতিতে। এই জায়গাতেই প্রশ্ন উঠছে, একইভাবে কি নিজেদেরকে প্রমাণ করতে পারবেন বাংলার 4 সাংসদ? সমীকরণ মেনে তাঁরা মন্ত্রীসভায় জায়গা পেলেও কতটা কাজ করতে পারবেন, তা নিয়ে ব্যাপক চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। তবে পুরোটাই নির্ভর করছে সময়ের উপর এবং প্রতিমন্ত্রীদের দক্ষতার ওপর বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আপাতত এই চারজন আগামী দিনে বাংলার পরিমন্ডলে কোনো উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারেন কিনা, সেটাও দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!