“প্রাতিষ্ঠানিক খুন” অভয়ার মৃত্যু নিয়ে ফের সরকারের অস্বস্তি বাড়ালো পরিবার! রাজ্য March 10, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অভয়ার মৃত্যুর পর থেকেই তদন্ত যে গতিতে চলছে এবং যেভাবে সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তা নিয়ে সোচ্চার হচ্ছে বিরোধীরা। এমনকি অভয়ার পরিবারের পক্ষ থেকেও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আর এবার গতকাল সেই অভয়ার মৃত্যুর পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও, যেভাবে বিচার থমকে রয়েছে, তা নিয়ে রাস্তায় নেমেছিল নাগরিক সমাজ। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে গোটা ঘটনাকে প্রাতিষ্ঠানিক খুন বলে দাবি করলেন অভয়ার মা। প্রসঙ্গত, এদিন অভয়ার মৃত্যুর প্রতিবাদে পথে নামে নাগরিক সমাজ। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অভয়ার মা। তিনি বলেন, “১১:১৫ তে আমার মেয়ে আমার সঙ্গে কথা বললো। তারপর তার কি হলো, কে করলো, কেন করলো, এই তিনটে প্রশ্ন আমার মনের মধ্যে রয়েছে। এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং সরকার প্রথম থেকেই সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। যেভাবে তদন্ত চলছে, তাতে আমার মেয়ে এখনও পর্যন্ত বিচার পায়নি।” আপনার মতামত জানান -