এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > প্রাতঃভ্রমণে বেরিয়ে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ! জোর চাঞ্চল্য রাজ্যে

প্রাতঃভ্রমণে বেরিয়ে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ! জোর চাঞ্চল্য রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন এই অভিযোগ তুলে বিভিন্ন সময় সরব হতে দেখা গেছে ভারতীয় জনতা পার্টিকে। 2021 এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ ব্যাপক আকার নিয়েছে। আর এই পরিস্থিতিতে এবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে। যার ফলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজনৈতিক কর্মসূচির কারণে বর্তমানে তমলুকে রয়েছেন দিলীপ ঘোষ।

সূত্রের খবর, রবিবার ভোরে তমলুকের রূপনারায়ন নদীর পাড়ে প্রাতঃভ্রমণ করতে যান তিনি। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তমলুক স্টিমারঘাটে যাওয়ার পথেই বিজেপির দিলীপ ঘোষকে তৃণমূলের কর্মী সমর্থকদের পক্ষ থেকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। অর্থাৎ তমলুকের মাটিতে দিলীপ ঘোষ পা রাখতে না রাখতেই যেভাবে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখিয়ে দিলীপ ঘোষকে কালো পাতাকা দেখানো হল, তাতে এই ঘটনাকে ইস্যু করে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক তরজা যে ক্রমশ বৃদ্ধি পাবে, সেই বিষয়টি নিশ্চিত বিশেষজ্ঞদের কাছে।

তবে তৃণমূলের পক্ষ থেকে দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানো হলেও, এদিন বিভিন্ন বিষয়ে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “আমরা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম। সেখানে যদি কেউ কালো পতাকা দেখায়, তাহলে ভাবতে হবে, তার মাথার ঠিক নেই। সরকার নেই, দল নেই, তাই মুখ্যমন্ত্রীর মাথা ঠিক নেই। তার ভাইদের কি হবে! যাদের দোকান উঠে যাচ্ছে, তারা চেঁচামেচি করছে। যাদের মুখ কালো হয়ে যায় তারা কালো পতাকা দেখায়।” অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে তাকে কালো পতাকা দেখানো হলেও তাকে যে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বিজেপির রাজ্য সভাপতি, তা নিজের বক্তব্যের মধ্য দিয়েই বুঝিয়ে দিতে চাইলেন দিলীপ ঘোষ বলে মত ওয়াকিবহাল মহলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে জাতীয় রাজনীতি। ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। শনিবার রাজপথে মিছিল করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে রাজ্যের শাসক দল এই ঘটনাটি ইস্যু করে বিজেপিকে চাপে ফেলার চেষ্টা করলেও, এদিন সেই প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “এখানে পাড়ায় পাড়ায় এই ধরনের ঘটনা ঘটছে। তৃণমূলের লোকেরা সেই ঘটনা ঘটাচ্ছে। তার জবাব কে দেবে! সেখান থেকে নজর ঘোরানোর জন্য দিদিমণি রাস্তায় নেমেছেন। গুন্ডাদের নিয়ে ওনার রাজনীতি। এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না, এটা বুঝে গেছেন। তাই নাটক করছেন। একুশে বিজেপির জয় হচ্ছে।”

সব মিলিয়ে তমলুকে এসে তৃণমূলের বিক্ষোভের সম্মুখীন হলেও, বিভিন্ন বিষয়ে শাসক দলকে কটাক্ষ করে শোরগোল তুলে দেওয়ার চেষ্টা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে দিলীপ ঘোষকে তৃণমূলের কর্মী সমর্থকদের পক্ষ থেকে কালো পতাকা দেখানো নিয়ে রাজ্য রাজনীতি যে উত্তপ্ত হতে চলেছে, সেই ব্যাপারটি নিশ্চিত বিশেষজ্ঞদের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!