এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রভাবশালী থেকে নীচুতলা! বিধানসভার আগেই দুর্নীতিমুক্ত তৃণমূল করতে একের পর এক কঠোর পদক্ষেপ!

প্রভাবশালী থেকে নীচুতলা! বিধানসভার আগেই দুর্নীতিমুক্ত তৃণমূল করতে একের পর এক কঠোর পদক্ষেপ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একদিকে করোনা পরিস্থিতির জেরে উদ্ভূত সমস্যা, অন্যদিকে আমফান পরবর্তী সময়ে ত্রাণ নিয়ে গণ্ডগোলের জের- এই দুইয়ের সাঁড়াশি চাপে রীতিমতো নাভিশ্বাস উঠেছে শাসক শিবিরের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে দুর্নীতি নিয়ে যেরকম বিরোধীরা সরকারের ওপর চাপ বাড়াতে শুরু করেছিল, ঠিক সেভাবেই রাজ্যের আমজনতাও দুর্নীতি নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছিল দ্বিগুন বেগে সম্প্রতি। সাধারণ মানুষের ক্ষোভ লাগামহীনভাবে বেড়ে উঠতে দেখে পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি রাজ্যের শাসক দল দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে।

বিভিন্ন জায়গায় দুর্নীতিতে যুক্ত নেতা-কর্মীদের শোকজ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। যেরকম বাঁকুড়ার তিনজন তৃণমূল নেতা দুর্নীতির দায়ে যুক্ত হয়েছিলেন সম্প্রতি। তাঁদের যথারীতি শোকজ করেছিলেন বাঁকুড়া জেলার তৃণমূল সভাপতি শুভাশিস বটব্যাল। বাঁকুড়া জেলায় দুর্নীতির অভিযোগ উঠেছিল দলের বিষ্ণুপুর ব্লক সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পাত্রসায়ের ব্লক সভাপতি পার্থপ্রতিম সিংহ ও তালড্যাংরা ব্লক যুব তৃণমূল সভাপতি তাপস সুরের বিরুদ্ধে।

এদের প্রত্যেককেই শোকজ করা হয়েছিল। তবে এদিন জানা গিয়েছে এই তিন নেতা শোকজের উত্তর দিয়েছেন মুখ বন্ধ খামে। এ প্রসঙ্গে বুধবার একটি সাংবাদিক বৈঠক করে বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি শুভাশিস বটব্যাল জানান, প্রত্যেক অভিযুক্তের শোকজের চিঠি রাজ্য নেতৃত্বকে পাঠানো হবে। পরবর্তী সিদ্ধান্ত কি হবে, তা গ্রহণ করবে রাজ্য শিবির। অন্যদিকে জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের বিদায়ী পুরপ্রধান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ ওঠে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

জানা গিয়েছে, তিনি দলীয় ত্রাণ নিজের ছেলের স্বেচ্ছাসেবী সংস্থার নামে বিলি করতে শুরু করেন। আর এই নিয়ে শুরু হয় গন্ডগোল। অন্যদিকে পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সিংহ বালি পাচারে অভিযুক্ত ট্রাকচালককে পুলিশের হাত থেকে নিজস্ব প্রভাব খাটিয়ে ছাড়িয়ে আনেন। সে কথা রাজ্যের শাসক দলের উচ্চ পর্যায়ে যাওয়া মাত্রই তাঁর বিরুদ্ধে নেওয়া হয় কড়া ব্যবস্থা। অন্যদিকে তালড্যাংরা ব্লক যুব তৃণমূল সভাপতি তাপস সুরের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি দলীয় ত্রাণ বিলি করেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও এই তিন তৃণমূল নেতা ইতিমধ্যে নিজেদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে যথারীতি। অন্যদিকে বাঁকুড়ার জেলা তৃণমূল সভাপতি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে দলকে স্বচ্ছ করে তোলার জন্য দুর্নীতি রোধে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এদিন শুভাশিসবাবু জানান, 100 দিনের কাজে যাতে কোনো রকম দুর্নীতি না হয় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। এ ব্যাপারে পঞ্চায়েত প্রধানদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে তৃণমূলের এই কড়া পদক্ষেপকে রীতিমতো কটাক্ষ করেছে বাঁকুড়ার গেরুয়া শিবির। বিজেপির রাজ্য নেতা তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার পুরো ব্যাপারটাই সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার নামান্তর হিসেবে ব্যাখ্যা করেছেন। বরং দুর্নীতির কারণে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল যে রাজ্যের শাসকের আসন হারাতে চলেছে, সে বিষয়ে তিনি জোর দিয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে রাজ্যের গেরুয়া শিবিরও যথেষ্ট নিশ্চিত বলে জানা যায়।

অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, 2021 এর বিধানসভা নির্বাচন আসতে আর বিশেষ দেরী নেই। আর তাই এবার নিচুতলার কর্মীদের দুর্নীতি নিয়ে শাসক শিবিরে কড়া ব্যবস্থা গ্রহণ করা চলছে। দুর্নীতি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে দলের উচ্চ মহল বলে জানা গেছে। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যের বিধানসভা নির্বাচনে নিজেদের জায়গা অটুট রাখতে অবশ্যই শাসক শিবিরকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। তবে বর্তমানে কড়া অবস্থান নিলেও, আগামী দিনে দুর্নীতি থেকে দূরে থাকাই তৃণমূলের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!