এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রয়াত ‘বর্তমান’ পত্রিকার সম্পাদক শুভা দত্ত, শোকের ছায়া সর্বত্র

প্রয়াত ‘বর্তমান’ পত্রিকার সম্পাদক শুভা দত্ত, শোকের ছায়া সর্বত্র


বাংলা সংবাদমাধ্যমের দুনিয়ায় নক্ষত্র পতন হল এদিন। চলে গেলেন বর্তমান পত্রিকার সম্পাদক শুভা দত্ত‌। বর্তমানের প্রতিষ্ঠাতা সম্পাদক বরুন সেনগুপ্ত প্রয়াত হওয়ার পর 2008 সালে বর্তমান কাগজের হাল ধরেছিলেন তিনি। সম্পর্কে তিনি ছিলেন বরুণ সেনগুপ্তের বোন।

বরুন সেনগুপ্তের প্রয়াণের পর পত্রিকা সম্পাদনার সমস্ত দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। অবশ্য তাঁর অনেক আগে থেকেই তিনি এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। অসুস্থতার জেরে বেশ কয়েকদিন ধরে তিনি একটি বেসরকারি হসপিটালে ভর্তি ছিলেন।

অসুস্থ অবস্থায় আজ সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্তমান পত্রিকার সম্পাদক শুভা দত্ত। সকাল 10 টা 42 মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরেই অসুস্থতার কারণে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 67 বছর।

বরুন সেনগুপ্ত মারা যাওয়ার পর থেকেই বর্তমান পত্রিকার দায়িত্বভার পেয়েছিলেন শুভা দত্ত। এবং তখন থেকেই তিনি এই দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। শুভা দত্তর আদি বাড়ি হল বরিশালে। কিন্তু জন্ম এবং বেড়ে ওঠা এই কলকাতাতেই। শুভা দত্তের বাবা হলেন নির্মলানন্দ সেনগুপ্ত এবং মা হলেন রানী সেনগুপ্ত। স্বামী, প্রয়াত কুশল দত্ত।

প্রথম জীবনে শুভা দত্ত একটি মন্টেসরি স্কুলে শিক্ষকতা করতেন। বরুণ সেনগুপ্ত ছিলেন তাঁর মেজদা। এই ‘মেজদা’ শিরোনামে তিনি একটি বই লিখেছিলেন। 2008 সাল থেকে বরুন সেনগুপ্তর মৃত্যুর পর সম্পাদকের দায়িত্বে এসেছিলেন তিনি। 11 বছর ধরে বাংলার অন্যতম জনপ্রিয় বাংলা দৈনিক বর্তমানের সম্পাদকের পদে ছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অবশ্য বরুণ সেনগুপ্ত বেঁচে থাকাকালীন এই পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছিলেন শুভা দত্ত। বর্তমানের মাসিক পত্রিকা ‘সুখী গৃহকোণ’ সম্পাদনা করতেন তিনি।

এদিন তাঁর মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বর্তমানের সম্পাদক শুভা দত্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। বর্তমান এর প্রতিষ্ঠাতা বরুণদার পর শুভাদি ছিলেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান আজ এই জায়গায় পৌঁছেছে। শুভাদির সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হতো। উনি আমাকে খুব স্নেহ করতেন। তাঁর চলে যাওয়া আমার কাছে এক অপূরণীয় ক্ষতি। আমি বর্তমান সংবাদপত্রের অনুরাগী, পাঠক, পরিবারের সদস্য বিশেষ করে রুপাঞ্জনা, বিবেক, অভিজিৎ, মঞ্জিমাকে গভীর সমবেদনা জানাচ্ছি।”

প্রয়াত সম্পাদককে শেষ শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী হাসপাতালে যান। শুভা দত্তের জীবনাবসানে শোক প্রকাশ করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। প্রিয় সম্পাদকের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার থেকে তাঁর কর্মজগতের সবাই। শুভা দত্তের জীবনাবসানের পর এবার দৈনিক পত্রিকা বর্তমানের ভবিষ‍্যত প্রশ্নের মুখে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!