এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে প্রতারণায় নাম জড়ালো তৃণমূলের সহ সভাপতি-র ছেলের বিরুদ্ধে

প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে প্রতারণায় নাম জড়ালো তৃণমূলের সহ সভাপতি-র ছেলের বিরুদ্ধে

উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় প্রাইমারী বিদ্যালয়ে চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো। অভিযুক্ত ব্যক্তি আর কেউই নয় ঐ জেলারই তৃণমূল কংগ্রেস সহ সভাপতি দুলাল দেবনাথের ছেলে সহ আরও চারজন। এদিন হেলেনুর বেগম নামে এক যুবতি দুলাল দেবনাথের ছেলে রাহুল দেবনাথ সহ চারজন যথাক্রমে জিয়াউর রহমান, পিঙ্কি বেগম ও মিন্টু মহম্মদ’র বিরুদ্ধে জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন । যদিও গোটা অভিযোগটাই অস্বীকার করেছে দুলাল দেবনাথ। জানা যাচ্ছে ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে রাহুল, জিয়াউর, পিঙ্কি ও মিন্টুর সাথে আলাপ হয় হেলেনুর বেগম সহ তিন চাকরিপ্রার্থীর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই আলাপ পর্ব থেকে চাকরী করে দেওয়ার প্রস্তাব এবং প্রতিদানে উৎকোচ গ্রহণ গোটা ঘটনার সম্পর্কে বিষদে জানিয়ে এদিন হেলেনুর বললেন, “আমাদের থেকে ১০ লাখ টাকা করে চাওয়া হয়েছিল। প্রথমে আমরা তিনজন মিলে ৬ লাখ টাকা দিয়েছিলাম। ওরা বলেছিল, প্রথম লিস্টে নাম আসবে। পরে বলে দ্বিতীয় লিস্টে নাম আসবে। যদিও তাতে নাম না থাকায় আমরা জানতে চাই। ওরা বলে তৃতীয় লিস্টে অবশ্যই নাম থাকবে। পরে জিয়াউর রহমান বাকি টাকা মেটাতে বলে। বলে, না হলে লিস্টে নাম আসবে না। ওর কথা শুনে আমরা বাকি টাকাও দিয়ে দিই। পরে চতুর্থ লিস্ট বের হলে দেখি সেখানেও নাম নেই। এরপরই বুঝতে পারি ওরা প্রতারণা করেছে। আমরা টাকা ফেরত চাইলে আমাদের বিভিন্নভাবে ঘোরাতে শুরু করে। বিভিন্ন জায়গায় আসতে বলে ওরা আসত না। এই বিষয়ে ময়নাগুড়িতে একটা সালিশিসভা ডাকা হয়। সেখানে জিয়াউর রহমানের শ্বশুর সব মেনে নেন। উনি তিনমাসের মধ্যে টাকা ফেরানোর কথা বলেন।” শুধু তাই নয় হেলেনুর এদিন আরোও বললেন “সালিশিসভায় টাকা ফেরত দেওয়ার কথা বললেও দিনের পর দিন আমাদের ঘোরাতে থাকে ওরা। আমরা জমি, সোনা বিক্রি করে অন্যের থেকে ধার নিয়ে চাকরির আশায় টাকা দিয়েছিলাম। কিন্তু, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তৃণমূল নেতা দুলাল দেবনাথের ছেলে রাহুল আমাদের কাছে পার্থ নামে পরিচয় দিয়েছিল। আমাদের কাছে সব প্রমাণ আছে।” তৃণমূল কংগ্রেস দুলাল দেবনাথ সমস্ত হটনার কথা অস্বীকার করে বললেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । তাঁর ছেলে রাহুল নির্দোষ । তাঁকে রাজনৈতিক কারণেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!