এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রায়শ্চিত্য নাকি প্রচার? মুজাফফরপুরের সেই দুই শিশুর পাশে নেতা-মন্ত্রী থেকে রাজা-উজির সবাই!

প্রায়শ্চিত্য নাকি প্রচার? মুজাফফরপুরের সেই দুই শিশুর পাশে নেতা-মন্ত্রী থেকে রাজা-উজির সবাই!


বিশ্বের করোনা পরিস্থিতি এমনিতেই ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যেই করোনা পরিস্থিতিকে করায়ত্ত করার জন্য দেশজুড়ে চলছে লকডাউন পরিস্থিতি। লকডাউনের কারণে একশ্রেণীর মানুষের অবস্থা কাজ না পেয়ে ওবস্থা অত্যন্ত সঙ্গীন হয়ে ওঠে। বাধ্য হয়ে বাড়ির রাস্তা ধরে তাঁরা। তাদের নাম দেওয়া হয় পরিযায়ী শ্রমিক। তবে সম্প্রতি যে ঘটনাটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চোখে পড়েছে সবার, তাতে রীতিমত আবেগ তাড়িত হয়ে পড়েছে নেটদুনিয়া।

সম্প্রতি আমেদাবাদ থেকে বিহারের মুজাফফরপু্রে যে শ্রমিক স্পেশাল ট্রেনটি আসছিল, সেই ট্রেনটিতে দুই সন্তান আরমান ও রহমত সমেত তাঁদের মা আরভিনা খাতুন নামের এক মহিলা ফিরছিলেন। কিন্তু মুজাফফরপুর স্টেশনে পা দেওয়া মাত্রই শুয়ে পড়েছিলেন 23 বছরের তরুণী আরবিনা খাতুন। কিছু সময় পরেই প্রকাশ হয়, ওই তরুণী মারা গেছেন। কিন্তু বারবার তার দেড় বছরের শিশুটি মৃতের ওপর ঢাকা দেওয়া কাপড়টি সরিয়ে তার মাকে জাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। নিমেষের মধ্যে এই ভিডিওটি ভাইরাল হয়।

অন্যদিকে আরভিনা খাতুন এর পঞ্চাশোর্ধ বাবা-মা শায়রুন বিবি ও ভোকা মির মেয়েকে কবর দেওয়ার পর তাঁদের দুই নাতিকে নিয়ে ঘরে ফিরেছেন। তবে সম্প্রতি এই একটি ঘরেই ভিড় জমাচ্ছে সরকারি অফিস থেকে জনপ্রতিনিধি, নেতা থেকে স্বেচ্ছাসেবী প্রত্যেকেই। সবার কথা একটাই- ‘পাশে থাকতে চাই।’ জানা গেছে, শায়রুন বিবির দুই নাতি আরমান এবং রহমত সূত্রের খবর আরজেডি-র তেজস্বী যাদব ইতিমধ্যে 5 লাখ টাকা দিয়েছেন মৃত আরভিনা খাতুন এর পরিবারকে।

কিন্তু সবাইকে ছাপিয়ে ঘোষণা করেছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া বিহার রাজ্যের সভাপতি নাসিম আখতার। তিনি সবার সামনে আরভিনা খাতুনের দুটি সন্তানের সারা জীবনের দায়িত্ব নিতে চাইলেন। অন্যদিকে জানা গেছে, এই মুহূর্তে দুটি শিশু সন্তান আরমান এবং রহমত তাঁদের নানা-নানীর সঙ্গেই বাস করছে। তাঁরা এখনো বুঝতে পারেনি তাঁদের মা তাঁদেরকে ছেড়ে চিরতরে চলে গিয়েছে। অন্যদিকে বিভিন্ন সংবাদপত্র থেকে নাসিম আখতারের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি জানান, “বাচ্চা দুটোর সারা জীবনের খরচ বহন করতে চাই। দরকার হলে বাড়িতে এনে নিজের ছেলের মতো মানুষ করব। সেই ইচ্ছে নিয়েই রহমতদের বাড়ি গিয়েছিলাম।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে নাসিম তাঁর নিজস্ব স্কুলে আপাতত ভর্তি নিতে চান আরমানকে বলে জানিয়েছেন। আরভিনা খাতুনের সম্পর্কে খোঁজ নিতে গেলে জানা যায়, বছর সাতেক আগে উত্তরপ্রদেশের বরেলি ইসলামের সঙ্গে তাঁর বিবাহ হয়। কিন্তু সন্তানসম্ভবা অবস্থায় তাকে ফেলে রেখে ইসলাম চলে যায় অন্য জায়গায়। এই সময় শায়রুন বিবির জামাই মহম্মদ ওয়াজির আমেদাবাদে রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি আমেদাবাদে অরবিনার কাজের ব্যবস্থা করে দেন বলে জানা গেছে। নির্মাণ প্রকল্পে আরভিনা কাজ করে যাচ্ছিলেন দীর্ঘদিন আমেদাবাদে।

কিন্তু লকডাউন হওয়ার পর বন্ধ হয়ে যায় সেই কাজ। পেটে টান পড়ায় বাধ্য হয়ে দুই ছেলেকে নিয়ে আরভিনা বাড়ি ফেরার জন্য ট্রেনে চাপেন এবং দীর্ঘ দুদিন না খেয়ে থাকার ফলে এই মৃত্যু হয়েছে তাঁর বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আরভিনার অন্ত্যেষ্টিক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, পরিযায়ী শ্রমিক হওয়া সত্বেও তাঁর কোনো রকম করোনা টেস্টের ব্যবস্থা হয়নি। যে কারণে মৃত্যু হলেও তার কোনো রকম ময়নাতদন্তও করা হয়নি বলে জানা গেছে।

অন্যদিকে সমগ্র দেশজুড়ে এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকের মতেই পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে ফিরে সংক্রমণ ছড়াচ্ছেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই পরিযায়ী শ্রমিকরা অনাহারে থাকার থেকে নিজের জায়গায় ফিরে আসাটাই শ্রেয় বলে মনে করেছিলেন। আর তার জন্যই তাঁরা বাড়ি ফেরার রাস্তা ধরেছেন। কিন্তু বাড়ির পথে গিয়ে যদি তাঁকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে তার থেকে দুঃখের আর কিছুই রইল না। আপাতত আরভিনা খাতুনের বাড়ির উপর সামনের কিছুদিন যে সংবাদ পক্ষের নজর থাকবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!