এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রচন্ড গরমে বইছে ‘লু’ !গরমের ছুটি না ,স্কুলের পঠনপাঠন সক্রিয় রাখতেই মর্নিং স্কুল? জেনে নিন !

প্রচন্ড গরমে বইছে ‘লু’ !গরমের ছুটি না ,স্কুলের পঠনপাঠন সক্রিয় রাখতেই মর্নিং স্কুল? জেনে নিন !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গ্রীষ্মের প্রচণ্ড রোদ্রের দাবদাহ তাপমাত্রায় পুড়ছে গোটা বাংলা , রাজ্যজুড়ে জেলায় জেলায় বইছে লু । লু সম্পর্কে যদিও হাওয়া অফিস থেকে সতর্ক করে দেয়া হয়েছিল আগেই ।  আর  এরমধ্যেই রাজ্যের স্কুলে গুলিতে গরমে ছুটি এগিয়ে আনার জন্য আওয়াজ উঠছে সর্বত্র । যেহেতু প্রচন্ড গরমে অসুস্থ হওয়ার খবর উঠে আসছে বিভিন্ন স্থান থেকে । আবার এহন গরমে স্কুল চলাকালীন লোডশেডিং শুরু হয়ে যাওয়ার জন্য স্কুলে ক্লাসের সমস্যা দেখা দিচ্ছে ।

প্রশ্ন উঠছে গরম  দিনের পর দিন  যদি এ ভাবে বাড়তে থাকে তাহলে ছাত্র-ছাত্রীদের স্কুলে গিয়ে ক্লাস করা সাধ্যের বাইরে চলে যাবে না তো ?  যেহেতু সরকারি স্কুলের গরমের ছুটি পড়ার কথা আগামী 24 মে থেকে ৪ঠা জুন পর্যন্ত । অর্থাৎ যে  মোট 11 দিন ছুটি ধার্য হয়েছে তা এখনো অনেক দেরি।  তাই প্রশ্ন উঠছে এখনই যা অবস্থা চলছে গরমের তাতে ছুটির জন্য কি আগামী 24 শে মে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই ? যদিও স্কুলের  পঠন পাঠন কে সক্রিয় ভাবে চালু রাখতে গরমের হাত থেকে রক্ষা পেতে মর্নিং স্কুল অর্থাৎ সকালে স্কুল চালু  করার নির্দেশিকা দিল সোমবার বিকাশ ভবন থেকে ।

নির্দেশিকাতে জানানো হয়েছে গরমে সুস্থ থেকে পড়ুয়ারা যাতে স্কুলে যেতে পারে সেজন্য প্রাথমিক,  এসএসকে ,  উচ্চ প্রাথমিক  , মাধ্যমিক , উচ্চমাধ্যমিক সমস্ত স্কুল সকালে চালু করতে হবে । সেইসঙ্গে নির্দেশে  আরো জানান হয়েছে মর্নিং স্কুল চালু হলে পড়ুয়াদের যাতে কোনরকম পড়ার অসুবিধা  না হয় সে বিষয়ে নজর দিতে হবে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের । যাতে স্কুল  নির্দিষ্ট সময়ে হয় তা নিশ্চিত করার দায়িত্ব তাদের তবে কবে থেকে সকালে স্কুল চালু হবে নির্দেশিকায় তা এখনও স্পষ্ট জানানো যায়নি । যদিও গরমের ছুটি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন “এ নিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পুরো পরিস্থিতি জানাবো” ।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!