এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > প্রচুর শক্তি সঞ্চয় ‘অশনি’র ! জরুরী পদক্ষেপ বিপর্যয় মোকাবিলা টিমের !

প্রচুর শক্তি সঞ্চয় ‘অশনি’র ! জরুরী পদক্ষেপ বিপর্যয় মোকাবিলা টিমের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ‘অশনি’র সংকেতে  ঘূর্ণিঝড় মোকাবিলায় তত্‍পর জেলা প্রশাসন । পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে অশনি ঝড়ের আগাম সতর্কতা হিসেবে ব্লক প্রশাসনের বিভিন্ন দপ্তরে আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয় রামনগরের এক ব্লকের মিটিং হলে । যেখানে  রামনগর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক  বিষ্ণুপদ রায় পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই চরণ সার, বিভিন্ন কোস্টাল থানার ওসি, সেচ দপ্তর, বিদ্যুত্‍ দপ্তর, রামনগর এক ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, অঙ্গনও য়াড়ি কেন্দ্রের প্রধানরা উপস্থিত ছিলেন।

পূর্বের অভিজ্ঞতায় নিয়ে  আধিকারিকরা বলেন যেহেতু বিগত কয়েক বছর ধরেই এই সময়ে ইয়াস, আম্ফান, আইলা, প্রভৃতি ঝড় উপকূল এলাকা দিয়ে বয়ে গেছে। যার ফলে বিপর্যস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর উপকূল এলাকাগুলি সেই সাথে  সমুদ্র বাঁধ ভেঙ্গে কার্যত বিপর্যস্ত হয়ে কয়েক লক্ষ মানুষ সেই সময় আশ্রয়হীন হয়ে পড়ে ছিলেন। তাই সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আগে থেকে জরুরী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান বিপর্যয় মোকাবিলায় কর্মরত আধাকারীকরা ।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!