এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সভাপতির হুমকি সত্ত্বেও দল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন প্রকাশ্যে ঘোষণা করলেন তৃনমূল হেভিওয়েট নেতা

সভাপতির হুমকি সত্ত্বেও দল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন প্রকাশ্যে ঘোষণা করলেন তৃনমূল হেভিওয়েট নেতা


সম্প্রতি তার দলবদল নিয়ে নানা জল্পনা চলছিল। বীরভূমের দুবরাজপুর টাউন তৃণমূলের সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন বলে নানা মহলের তরফে খবর রটতে শুরু করে। এদিকে এই ঘটনার পরই রবিবার সেই প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

দুবরাজপুর টাউন তৃণমূলের সভাপতিকে গিরগিটি বলে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট বলেন, “দুবরাজপুরের শহর সভাপতিকে পাওয়া যাচ্ছে না। তিনি যদি থাকতে চান তাহলে থাকুন। আর তা না হলে চলে যান।” তবে তিনি অসুস্থ থাকার জন্যই বৈঠকে যোগ দিতে পারেননি তা জানিয়ে গিয়েছিলেন প্রভাত চট্টোপাধ্যায়। কিন্তু অসুস্থ শরীর নিয়েও তিনি বিজেপিতে যোগদান করছেন বলে জানিয়ে দিলেন দুবরাজপুর টাউন তৃণমূলের সভাপতি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই অনুব্রত মণ্ডলের শক্ত ঘাঁটি বলে পরিচিত বীরভূমের একাধিক তৃণমূল নেতা, বিধায়কেরা বিজেপিতে যোগদান করতে শুরু করেন। যার জেরে প্রবল অস্বস্তিতে পড়ে শাসক দল। কিন্তু দুবরাজপুর তৃণমূলের সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় এতদিন তার দলবদল নিয়ে কোনো মন্তব্য না করলেও বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল তাকে উদ্দেশ্য করে গতকাল যে হুঁশিয়ারিমূলক মন্তব্য দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে এদিন তিনি স্পষ্ট ভাষায় বিজেপিতে যোগদান করার কথা জানিয়ে দেওয়ায় তৃণমূল যে এখানে অনেকটাই চাপে পড়ল সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!