এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > প্রেস্টিজফাইট! হাইভোল্টেজ নন্দীগ্রামকে নিয়ে বাড়ছে পারদ

প্রেস্টিজফাইট! হাইভোল্টেজ নন্দীগ্রামকে নিয়ে বাড়ছে পারদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম যেন খবরের শিরোনামে। এবারে হাইভোল্টেজ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। গত জানুয়ারি মাসে নন্দীগ্রামের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি এবার এই বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবেন। আর এরপর থেকেই তার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে দেখা যায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা তথা বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ান, তাহলে তাকে হারানো হবে বলে জানিয়ে দিয়েছিলেন তিনি।

আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করলেও, বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী নাকি অন্য কেউ প্রার্থী হবে, তা নিয়ে জল্পনা চলছে। আর দুই প্রতিপক্ষের লড়াই নিয়ে যখন গুঞ্জন তীব্র, ঠিক তখনই সংযুক্ত মোর্চার পক্ষ থেকে কাকে প্রার্থী করা হবে নন্দীগ্রামে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। বিশেষ সূত্র মারফত খবর, বামেদের পক্ষ থেকে সংখ্যালঘু অধ্যুষিত নন্দীগ্রামের আসনটি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছেড়ে দেওয়া হতে পারে। অর্থাৎ সিপিএম নন্দীগ্রামে তৃণমূল এবং বিজেপিকে চাপে রাখতে যে তাদের রণনীতির বদল ঘটতে চলেছে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, তৃণমূল এবং বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করার পরেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বামফ্রন্ট। ইতিমধ্যেই জেলা নেতৃত্বের কাছে নাম চেয়ে পাঠানো হয়েছে। দিল্লিতে কোর কমিটির বৈঠকে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছেন নন্দীগ্রামে। আর এই পরিস্থিতিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে জায়গা দিয়ে নন্দীগ্রাম নিশ্চিত করতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ নিজেদের পুরনো ঘাঁটি আবার নিজেদের দিকে রাখতে বামেদের এই কৌশল বলে দাবি একাংশের।

অনেকে আবার বলতে শুরু করেছেন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র আইএসএফকে নাও থাকতে পারে বামেরা। এক্ষেত্রে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ কিছুদিন আগেই শ্রীঘর থেকে মুক্তি পেয়েছেন আর সম্প্রতি সক্রিয় রাজনীতিতে যোগ দিয়ে হুংকার ছেড়েছেন তিনি স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তাকেও প্রার্থী করতে পারে বামফ্রন্ট। আর এই সমস্ত সমীকরণের উপর ভিত্তি করে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ের মাঝে বামেদের প্রার্থী নিয়ে এবার নন্দীগ্রামে ব্যাপক গুঞ্জন তৈরি হল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!