এখন পড়ছেন
হোম > খেলা > আজ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল – টিনটিন বনাম এস্টেরিক্সের লড়াইয়ে রাত জাগবে আট থেকে আশি

আজ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল – টিনটিন বনাম এস্টেরিক্সের লড়াইয়ে রাত জাগবে আট থেকে আশি


রাহুল চক্রবর্তী, স্পোর্টস ডেস্ক: আজ বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল – মুখোমুখি হতে চলেছে এই বছরের বিশ্বকাপের অন্য়তম দুই দাবিদার। আজকের দুই যুযুধান প্রতিপক্ষ বেলজিয়াম ও ফ্রান্স। যেহেতু কলকাতাকে ‘ভারতীয় ফুটবলের মক্কা’ বলা হয় এবং বাঙালির ফুটবল প্রেম নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশই নেই, তাই আজ এই রাজ্য়ের সর্বত্র ফুটবলপ্রেমীরা ভালো খেলা দেখার আশায় বুক বাঁধছেন। স্কুলপড়ুয়া থেকে অফিসের বাবু, চায়ের ঠেক থেকে অলিগলিতে সকলের মুখেই শোনা যাচ্ছে আজকের খেলার প্রিভিউ – চিরাচরিত মোহন-ইস্ট ভুলে আজ সবাই বিশ্ব ফুটবলের বিশেষজ্ঞ। লুকাকু নাকি এমবাপে? কে হবে এই মহারণের সুপার হিরো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ রাত জাগবে আম বাঙালি।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

লুকাকু কি পারবে ইংরেজ ফুটবলারদের থেকে বেশি গোল করতে? কার দখলে থাকবে মাঝমাঠ – এগুলোই এখন লাখ টাকার প্রশ্ন। ফুটবল যেহেতু বাঙালির রক্তে, তাই ক্ষুদেদের সঙ্গেও কথা বলে বোঝা যাচ্ছে বিশ্বযুদ্ধের এই মহা লড়াইয়ে তাদেরকেও একদমই ব্রাত্য করে রাখা যাবেনা। কালকে সকালে উঠে স্কুল যাওয়ার চাপ ভুলে মা-বাবার কাছ থেকেও তারাও জোগাড় করে নিয়েছে রাত জাগার লাইসেন্স। ম্যানচেস্টার ইউনাইটেড বা রিয়েল মাদ্রিদের খেলা দেখে তারাও যে কতটা নিজেদের ফুটবল জ্ঞান বাড়িয়ে নিয়েছে – আজকে যেন তারও মহাপরীক্ষা। রাত জেগে খেলা দেখতে হবে বলে স্কুল থেকে ফিরেই আজ আর খেলার মাঠে না গিয়ে বা কম্পিউটারের সামনে না বসে অনেকেই তড়িঘড়ি হোমওয়ার্ক শেষ করে ফেলেছে। চার বছর বাদে একবার করে ফিরে আসা এই খেলা কি ছাড়া যায়? তারা বুঝিয়ে দিতে চাইছে এটা শুধু লুকাকু আর এমবাপের লড়াইতেই থেমে নেই – পৌঁছে গেছে তাদের স্বপ্নের জগতের সুপারহিরো টিনটিন আর এস্টেরিক্সের মহা-লড়াইতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!