এখন পড়ছেন
হোম > রাজ্য > আন্দোলনের খবর আগাম আসছে না – গোয়েন্দারা পাচ্ছেন না? নাকি দিচ্ছেন না! উঠছে প্রশ্ন

আন্দোলনের খবর আগাম আসছে না – গোয়েন্দারা পাচ্ছেন না? নাকি দিচ্ছেন না! উঠছে প্রশ্ন


পুলিশ গোয়েন্দারা পারে না এমন কাজ কিছুই নেই। অশান্তিকে দমাতে তাঁদের ব্লু প্রিন্টের কাছে হার মানতে বাধ্য সকলে। কিন্তু এবারে সেই গোয়েন্দারাই হার মানতে বাধ্য হল গত সোমবার আদিবাসী সংগঠনের রেল রোকো কর্মসূচীকে ঘিরে। এদিনের এই কর্মসূচীতে জঙ্গলমহলের জেলাগুলি মূলত বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জায়গায় ঘন্টার পর ঘন্টা ধরে দাড়িয়ে থাকতে দেখা যায় মেল ও লোকাল ট্রেনগুলিকে।

যার জেরে রেল কতৃপক্ষের তরফে বাতিল করতে হয় বেশ কিছু ট্রেনও। জনজীবন স্বভাবিক রাখতে প্রশাসনের তরফে সব চেষ্টা চালালেও দমানো যায়নি আদিবাসীদের এই আন্দোলনকে। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি এই সংগঠনের আন্দোলন নিয়ে আগাম কোনো খবর ছিল না গোয়েন্দাদের কাছে! নাকি সংগঠনের মূল মাথার সাথে যোগাযোগ থাকার দরকার তাতে কোনোও ঘাটতি রয়েছে গোয়েন্দাদের?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অনেকে মনে করছেন, এই ভারত জাকাত মাঝি পরগনার আন্দোলনের পেছনে কোনো একটি রাজনৈতিক দল এবং মাওবাদীদের হাত রয়েছে। যে কারনে এখন থেকে এই জঙ্গলমহলে পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশী বহিরাগতদের ওপর নজড় রাখা হবে বলে খবর। পাশাপাশি সোর্স নেটওয়ার্ক যে আরও বাড়ানো প্রয়োজন তা গোয়েন্দিদের এক আলোচনাতেই উঠে এসেছে। সব মিলিয়ে সরকার বিরোধী এহেন কার্যকলাপ ঠেকাতে এবার থেকে আগাম প্রস্তুতি নিতে সজাগ দৃষ্টি রাখতে চলেছে রাজ্যের গোয়েন্দা বিভাগ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!