এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ২৭ তারিখ বেলা সাহা মামলার শুনানি – যোগ্যতা অনুযায়ী বেতনের আশায় বুক বাঁধছেন প্রাথমিক শিক্ষকরা

২৭ তারিখ বেলা সাহা মামলার শুনানি – যোগ্যতা অনুযায়ী বেতনের আশায় বুক বাঁধছেন প্রাথমিক শিক্ষকরা

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন বাড়েনি বলে আদালতের দারস্থ হন প্রাথমিক শিক্ষিকা পদে চাকরিরতা বেলা সাহা। দীর্ঘ অপেক্ষার শেষে সেই মামলার শুনানি হতে চলেছে আগামী ২৭ শে আগস্ট বেলা ২ টোর সময়।

এর আগে আদালতে প্রথমবার মামলাটি ওঠার সময় সরকারের তরফে কেউ উপস্থিত ছিলেন না। পরে মামলার বিচারক পরিবর্তন হয়, বিচারপতি অরিজিৎ ব্যানার্জী ডিভিশন বেঞ্চে চলে যাওয়ায় মামলা এখন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জীর বেঞ্চে। সেই মামলা গত ডিসেম্বর মাসের ৪ তারিখে এজলাসে ওঠে।

তারপর দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে ফের এই মামলা খবরের শিরোনামে – আশায় বুক বাঁধতে চলেছেন রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় গত সোমবার কলকাতা হাইকোর্টে বেলা সাহা-সহ একাধিক শিক্ষক-শিক্ষিকা বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে জড়ো হয়ে নতুন করে কেস মেনশন করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ফলে এই মামলা আবার লাইম লাইটে – আগামী ২৭ শে আগস্ট বেলা ২ টোর সময় এই মামলার শুনানি। অন্যদিকে রাজ্যের কয়েক হাজার প্রাথমিক শিক্ষক উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে কলকাতার রানী রাসমনি রোডে কার্যত নজিরবিহীন ভাবে ঐতিহাসিক সমাবেশে সামিল হন PRT স্কেলের দাবীতে।

সূত্রের খবর, সরকার সরকারিভাবে এখনও কিছু ঘোষণা না করলেও বিষয়টি সম্পর্কে অবগত আছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র আরও জানাচ্ছে, রাজ্যের কোষাগারের দুরবস্থার জন্যে থমকে যাচ্ছে একাধিক উন্নয়নের কাজ তা সত্বেও প্রাথমিক শিক্ষকদের বঞ্চনার বিষয়টি নিয়ে রীতিমত গুরুত্ত্ব দিয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য।

অন্যদিকে সামনেই লোকসভা নির্বাচন, যে নির্বাচনে পশ্চিমবঙ্গ তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় ভূমিকা থাকবে কেন্দ্রের সরকার গঠনের ক্ষেত্রে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। তাই রাজ্যের শাসক দল কোন ঝুঁকি নিতে চাইবে না বলে ধারণা রাজনৈতিক মহলের।

ফলে অনেকেই আশা করছেন যে, সামনের নির্বাচনের আগেই খুশির খবর পেতে পারেন শিক্ষক-শিক্ষিকারা। অন্যদিকে আগামী ২৭ তারিখ হাইকোর্টে বেলা সাহা কেসের শুনানি কি খবর বয়ে আনে সে দিকে তাকিয়ে সরকার এবং হাজার হাজার প্রাথমিক শিক্ষক। প্রাথমিক শিক্ষকদের আশা এই মামলায় জয় পাবেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!