এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রীকে রাহুলের আলিঙ্গন ‘ঝাপ্পি’ নয় ‘ঝটকা’ , কটাক্ষ শিবসেনার

প্রধানমন্ত্রীকে রাহুলের আলিঙ্গন ‘ঝাপ্পি’ নয় ‘ঝটকা’ , কটাক্ষ শিবসেনার


রাহুল গান্ধীর আচমকা প্রধানমন্ত্রীকে আলিঙ্গনের ঘটনাকে ‘ঝটকা’ আখ্যা দিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। রাহুলকে ক্রোয়েশিয়ার সঙ্গে তুলনা করলেন। সঙ্গে আস্থা ভোটকে রূপকের সাহায্যে ব্যাখ্যা করে এনডিএ জোটের অন্যতম শরিক শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত শুক্রবার বলেন, “ফ্রান্স ফুটবল বিশ্বকাপ জিতেছে। কিন্তু ক্রোয়েশিয়া যেভাবে খেলেছে, তাতে মন জয় করে নিয়েছে সবার। একইভাবে এখন রাহুলকে নিয়ে চর্চা হচ্ছে। কেউ এরকম চাল দিলে একবারেই চার-পাঁচ ধাপ এগিয়ে যান।”
প্রসঙ্গত শুক্রবারের আস্থা ভোটের পূর্বে আকর্ষনের কেন্দ্র বিন্দু হয়ে ওঠেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দীর্ঘক্ষণ বিজেপি সরকারকে সওয়াল করেন

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তিনি। শেষে সভাকক্ষে উপস্থিত সকলের কিছু বুঝে ওঠার আগেই নিজের জায়গা থেকে উঠে গিয়ে প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেন। যার জন্যে প্রস্তুত ছিলেন না স্বয়ং প্রধানমন্ত্রী । শিবসেনা নেতা রাহুল গান্ধীর এই আচরণকেই ঝটকা বলেছেন। সঙ্গে রাজ্যসভার এই সাংসদ আরও যোগ করেন, ‘কংগ্রেস সভাপতির এই নয়া অবতারের জন্য তাঁকে অভিনন্দন জানানো উচিত।’
সঞ্জয় রাউত নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর তুলনামূলক আলোচনায় রাজী নন। আর এদিন রাহুল গান্ধীর এই নয়া ভূমিকার পরে তো একেবারেই নয়। তাঁর মতে, প্রধানমন্ত্রী সর্বজনবিদিত ভঙ্গিমায় বক্তব্য পেশ করলেও রাহুল গান্ধীর এই ভূমিকা এর আগে দেশবাসী দেখার সুযোগ পায়নি। তাই লোকসভায় সংখ্যার জোরে আস্থা ভোটে জিতলেও আদতে অনাস্থায় কংগ্রেস সভাপতির জয় দেখতে পাচ্ছেন এই শিবসেনা নেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!