এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রীর! ডাবল ধামাল – এই সুবিধা এবার মিলবে ১৫ লক্ষ পর্যন্ত!

করোনা আবহে বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রীর! ডাবল ধামাল – এই সুবিধা এবার মিলবে ১৫ লক্ষ পর্যন্ত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চাকরি জীবন শেষ হয়ে গেলেই হাত শূন্য। আর তাই অবসর জীবনে পেনশন বা ফিক্স ডিপোজিটই ভরসা হয় প্রবীণ মানুষদের। তবে যদি সেটা হয় কোন বেসরকারি চাকরি, তবে কখন কখন অনেক ক্ষেত্রেই তার পরিমাণ কমতে থাকে অনেকখানি। অন্যদিকে করোনা পরিস্থিতিতে যেখানে দিনদিন সুদ কমাচ্ছে ব্যাংক, সেখানে ফিক্স ডিপোজিটের সুদের হারও কমছে তালমিলিয়ে। তাই জমানো টাকা নিয়ে ভরসা করার থেকে কোন খাতে টাকা ইনভেস্ট করাই শ্রেয় বলে মনে করছেন অনেকে। তবে সেক্ষেত্রে ঝুঁকির কথা ভাবছেন আবার কেউ কেউ। তবে সম্প্রতি জানা গেছে প্রধানমন্ত্রীর বয় বন্দনা যোজনাতে দেশের প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে বেশ খানিকটা সুবিধা।

জানা গেছে, প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনাতে, প্রবীণ নাগরিকদের বিনিয়োগের পরিমাণ ৭.৫ লক্ষ থেকে বাড়িয়ে ১৫ লক্ষ টাকা পর্যন্ত করা হচ্ছে। একইসঙ্গে টাকা জমা দেওয়ার সময়সীমা চলতি বছরের ৪ঠা মে থেকে বাড়িয়ে ২০২০ সালের ৩১শে মার্চ পর্যন্ত করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তই অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি এই সুবিধার কথায় বলা হয়েছে, মূলত প্রবীণ নাগরিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতেই কেন্দ্র এই উদ্যোগ নিয়েছে। ফলত সংশোধিত পিএমভিভিওয়াই প্রকল্পে একজন প্রবীণ নাগরিক পরিবারপিছু বিনিয়োগের পরিমাণ ৭.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১৫ লক্ষ টাকা পর্যন্ত করতে পারেন। এরফলে, প্রবীণ নাগরিকরা মাসে ১০ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পে ২ লক্ষ ২৩ হাজার প্রবীণ নাগরিক যোগ দিয়ে উপকৃত হয়েছেন বলেও জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে চালু করা এই বরিষ্ঠ পেনশন বিমা যোজনা থেকে ৩ লক্ষ ১১ হাজার প্রবীণ নাগরিক উপকৃত হয়েছিলেন বলে জানা যায়। সেই সঙ্গে কোনও জরুরিকালীন পরিস্থিতিতে, মেয়াদ শেষ হওয়ার আগেই টাকা তোলা যেতে পারে বলে জানা গেছে। সেক্ষেত্রে মেয়াদের মধ্যেই যদি কোনও বিনিয়োগকারীর মৃত্যু হয়, তা হলে বিনিয়োগের টাকা ফেরত দেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁর কোনও নমিনি থাকলে, সেই নমিনিকে টাকা ফেরত দেওয়া হবে বলে জানা গিয়েছে। মেয়াদ পূরণের আগে বিনিয়োগ তুলে নিতে চাইলে ৯৮ শতাংশ পর্যন্ত ফেরত দেওয়া হবে। এছাড়া তিন বছর মেয়াদ পূরণ হওয়ার পর বিনিয়োগের উপর সর্বাধিক ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

প্রবীণ নাগরিক অর্থাৎ ৬০ বছর বা তার বেশি বয়েসের মানুষ এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। তবে ন্যূনতম বয়স ৬০ বছর হতে হবে। এই প্রকল্পের মেয়াদ ১০ বছর। প্রকল্পের বার্ষিক সুদের হার ৭.৪০ শতাংশ। বিনিয়োগের উপর নির্ভর করে প্রবীণ নাগরিকরা মাসে ন্যূনতম ১০০০ টাকা পর্যন্ত পেনশন তুলতে পারবেন বলে জানা গেছে। তাছাড়া মাসে সর্বোচ্চ ৯,২৫০ টাকা পর্যন্ত পেনশন তোলা যাবে। সেক্ষেত্রে বছরে পেনশনের মোট পরিমাণ গিয়ে দাঁড়াবে ১,১১,০০০ টাকা। তবে, এই প্রকল্পের সুবিধা নেওয়ার সময় একজন কত মাস (মাসিক, ত্রৈমাসিক, ছ’মাস কিংবা এক বছর) অন্তর পেনশন নেবেন, সেটিও আগে থেকেই বেছে নিতে পারবেন। পরিবর্তিত প্রকল্পে মাসে ১,০০০ টাকা করে পেনশনের জন্য বছরে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১,৬২,১৬২ টাকা হতে হবে বলেও জানানো হয়েছে। প্রবীণ নাগরিকেরা অনলাইনে এলআইসি-র ওয়েবসাইট licindia.in কিংবা অফলাইনে এজেন্টের মাধ্যমেও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!