এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রধানমন্ত্রীর পুজো উদ্বোধনের মধ্যেই সৌরভ-বিজেপি সম্পর্ক নিয়ে নতুন করে শুরু তীব্র জল্পনা

প্রধানমন্ত্রীর পুজো উদ্বোধনের মধ্যেই সৌরভ-বিজেপি সম্পর্ক নিয়ে নতুন করে শুরু তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিপূর্বে মুখ্যমন্ত্রী ও রাজ্যের শাসক দল তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী বহুবার বহু স্থানে দুর্গাপূজার উদ্বোধন করেছেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার মহাষষ্ঠীর তিথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজার উদ্বোধন করতে দেখা গেল। সেইসঙ্গে বাঙালির উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিলেন প্রধানমন্ত্রী। এমন ঘটনা বাংলায় প্রথম ঘটল। গতকাল সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র বা ইজেডসিসিতে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার সময় ছিল বেলা বারোটা নাগাদ। তবে অনুষ্ঠান শুরু হয়েছিল দশটা থেকেই। যে অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করলেন সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী। বিজেপি আয়োজিত এই দুর্গাপুজোর অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলীর নৃত্য পরিবেশনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হল, সৌরভ গাঙ্গুলীর বিজেপিতে যোগদান প্রসঙ্গে।

প্রসঙ্গত, গতকাল ইজেডসিসিতে প্রধানমন্ত্রীর ভাষণের সময় ছিল বেলা বারোটা। কিন্তু, সকাল ১০ টা থেকে শুরু হয়ে যায় উদ্বোধনী অনুষ্ঠান। গতকাল ইজেডসিসিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির তাবড় তাবড় নেতৃত্ব। সেইসঙ্গে সেখানে উপস্থিত ছিলেন শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেননদের মতো কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বও।
গতকাল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ইজেডসিসিতে। আধ্যাত্বিক প্রসঙ্গ, ঢাকের তালে বিশেষ নাচ, বাংলা গানের আসর সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল গতকাল। তবে, তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী ও তাঁর নৃত্যদলের পরিবেশনায় পরিবেশিত ‘মহিষাসুরমর্দিনী’। যে পরিবেশনাকে কেন্দ্র করেই ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের সুসম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে দীর্ঘ সময় ধরে চর্চা চলেছে। রাজনৈতিক অঙ্গনে সৌরভের পদার্পনের সম্ভাবনা নিয়ে বহুবার, বহু মানুষ বহু মন্তব্য করেছেন। অনেকে আবার সৌরভ গাঙ্গুলীকে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলে মন্তব্য করেছেন পর্যন্ত। আবার ইতিপূর্বে সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী মন্তব্য করেছিলেন যে, রাজনীতির অঙ্গনে পদচারণা করলেও সৌরভ গাঙ্গুলী শীর্ষেই থাকবেন। তাঁর এই বক্তব্য সৌরভ গাঙ্গুলীর রাজনৈতিক অঙ্গনে যাবার জল্পনাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। এবার বিজেপি আয়োজিত দুর্গোত্সবের মঞ্চে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্বে ডোনা গাঙ্গুলীর নৃত্য পরিবেশন অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ বিষয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তবে, সৌরভ গাঙ্গুলীর রাজনীতির জগতে পদার্পন বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে, সৌরভ গাঙ্গুলী এ বিষয়ে তেমন কোনো ইতিবাচক সাড়া দেননি। বরং ক্রিকেট নিয়েই উৎসাহ দেখিয়েছেন তিনি। তবে, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তাঁর প্রবেসের সম্ভাবনার কথা বারবার বলেছেন রাজ্যের বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে গতকাল সোনালী, পাঞ্জাবি, সাদা ধুতি পরে ভার্চুয়াল ভাবে পুজোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাঙালির মতো করেই গলায় সোনালী উত্তরিয় পরতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর ভাষণে বেশ কিছু বাংলা পংতি উচ্চারিত হল যেমন
” আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে “, ” মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই “, ” বাংলার মাটি, বাংলার জল ” ইত্যাদি। দুর্গা মন্ত্র উচ্চারণ ও তার ব্যাখ্যাও করলেন তিনি।

বাংলাকে নিয়ে কেন্দ্রীয় সরকার কি কি করছে, আগামী দিনে কি কি করতে চায় সে সব কথা তিনি জানালেন। পূর্ব ভারতের উন্নতিতে পূর্বোদয় নীতির কথা জানালেন। এই নীতি পূরণ করতে গেলে পশ্চিমবঙ্গকে যে একটি বিরাট ভূমিকা গ্রহণ করতে হবে। সে কথাও তিনি জানালেন। ভাষণ শেষও করলেন প্রধানমন্ত্রী বাংলাতেই। দূর্গা পূজা, কালীপূজা, দীপাবলির শুভেচ্ছা জানালেন বাঙালিকে। প্রধানমন্ত্রী ভাষণ শেষে বাংলা ভাষায় বললেন, ” বাংলা ভাষার মিষ্টতা এতটাই যে, আমি জানি উচ্চারণে কিছু না কিছু ঘাটতি থেকেই যায়। কিন্তু তবু বাংলা বলার মোহ অগ্রাহ্য করতে পারলাম না। ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন।’’

গতকাল প্রধানমন্ত্রীর দুর্গোত্সবের উদ্বোধনের অনুষ্ঠান যেমন যেমন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা, তেমনি তাৎপর্যপূর্ণ ঘটনা হলো গতকাল দুর্গোৎসবের মঞ্চে সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলীর নিত্য পরিবেশনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!