এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পৃথক অফিস খুলে সমাজসেবার মাধ্যমে ক্রমশ কি ‘সংগঠনের’ বিস্তার করছে দাদার অনুগামীরা? উঠছে প্রশ্ন

পৃথক অফিস খুলে সমাজসেবার মাধ্যমে ক্রমশ কি ‘সংগঠনের’ বিস্তার করছে দাদার অনুগামীরা? উঠছে প্রশ্ন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতিতে এসে প্রথম দিন থেকেই শুভেন্দু অধিকারী বার্তা দিচ্ছেন মানুষের পাশে থাকার। সম্প্রতি দলীয় বিক্ষোভের জেরে শুভেন্দু অধিকারীর তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়ে গেছে অনেকখানি। আকারে-ইঙ্গিতে বোঝাই যাচ্ছে, শুভেন্দু অধিকারী দল ছাড়া এখন শুধু সময়ের অপেক্ষা। দলীয় দূরত্ব তৈরির পর থেকে কিন্তু বিভিন্ন অরাজনৈতিক সভা থেকে শুভেন্দু অধিকারী ক্রমাগত জানিয়ে গেছেন, মানুষের পাশে থেকে মানুষের সেবা করাই তাঁর কাজ। আর এবার ‘দাদার অনুগামী’রা শুভেন্দু অধিকারীর সেই প্রতিশ্রুতিকে সফল করতে রাস্তায় নেমে পড়ল। শুধু রাস্তায় নেমে মানুষের পাশে থেকে কাজ করাই নয়, ‘দাদার অনুগামী’রা পাশাপাশি নতুন অফিস খুলে ফেলল।

আর তারপরে রাজ্য রাজনীতিতে জোরদার চর্চা চলছে, শুভেন্দু অধিকারী কি এবার নিজস্ব দল খুলতে চলেছে? আর তাই সেই সূত্রেই কি সংগঠনের  বিস্তারের কাজ শুরু হলো? প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বরাবরই অগ্রাধিকার দিয়েছেন মানুষের সেবা ধর্মে। আর শুভেন্দু অধিকারীর সেকথার প্রাধান্য দিয়েই সম্প্রতি পুরুলিয়ার ‘দাদার অনুগামী’রা মানুষের জন্য সেবামূলক কাজকর্ম করতে রাজ্যের প্রথম পৃথক দপ্তর খুলেছিল। আর এবার বর্ধমানের ‘দাদার অনুগামী’দের দেখা গেলো রাস্তায় নেমে সামাজিক কাজে সামিল হতে। রবিবার দেখা গেছে বর্ধমানের মেমারিতে ‘দাদার অনুগামী’ লেখা পোস্টার হাতে ধরে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া গেঞ্জি পড়ে বেশ কিছু যুবক এলাকায় মাস্ক এবং স্যানিটাইজার বিলি করছে।

মূলত করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে তাঁদের কর্মসূচি বলে জানা গেছে। দেখা গেছে, প্রত্যেকেই নিজেদের শুভেন্দু অধিকারীর অনুগামী অর্থাৎ ‘দাদার অনুগামী’ নাম নিয়ে কাজে হাত লাগিয়েছেন। এদিন মেমারি থানার রসুলপুর বাজার এলাকার সাধারণ মানুষের মধ্যে মাস্ক-স্যানিটাইজার বিতরণ করে শুভেন্দু অধিকারীর অনুগামীরা। এর আগে পূর্ব বর্ধমান জেলার কালনা-মেমারী, বর্ধমান শহর, মন্তেশ্বর সহ বিভিন্ন জায়গায় ;আমরা দাদার অনুগামী’ নামক পোস্টার চোখে পড়েছিল। এবার রাস্তায় নেমে তাঁরা যেভাবে কাজ শুরু করলেন, তাতে কিন্তু অনুগামীদের দিকেই মানুষের সমর্থনের পরিমাণ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে পুরুলিয়ার সরকারপাড়ায় রবিবার শুভেন্দু অনুগামীদের একটি কার্যালয়ের উদ্বোধন হয়েছে। এই কার্যালয়ের উদ্বোধন করেছেন জেলা তৃণমূলের নেতা গৌতম রায়। মূলত এই গৌতম রায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা বলেই পরিচিত তৃণমূল শিবিরে। যে নতুন দপ্তর খোলা হয়েছে, সেখান থেকে মানুষের জন্য সমাজসেবামূলক কাজ কর্ম করা হবে বলে জানান শুভেন্দু অনুগামী সদস্যরা। রাজ্যের দুই জেলার 2 জায়গার চিত্র থেকে উঠে আসছে এবার অন্য মতামত।

এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন বলে জোর রব শোনা যাচ্ছিল রাজনৈতিক মহলে। কিন্তু এবার যেভাবে শুভেন্দু অনুগামীরা নিজেদের অফিস খুললেন এবং রাস্তায় নেমে কাজ করতে শুরু করলেন তাতে কিন্তু শুভেন্দু অধিকারীর তৃণমূল থেকে বেরিয়ে নিজের দল তৈরির ইংগিত স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে শুভেন্দু অধিকারী কিন্তু এখনও তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি। যদিও তিনি শাসকদলের মন্ত্রীত্ব ছেড়েছেন সম্প্রতি।

কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার হলো মন্ত্রীত্ব ছাড়লেও তৃণমূলে কিন্তু এখনও পর্যন্ত বিধায়ক এবং সদস্য পদে রয়ে গেছেন। অন্যদিকে 6 তারিখে শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলন করার কথা থাকলেও সেটিও তিনি করেননি। সুতরাং পুরো ব্যাপারটি নিয়ে একটু ধোঁয়াশা তো রয়েছেই বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। তবে প্রত্যেকে একটা কথা মেনে নিচ্ছেন, শুভেন্দু অনুগামী নামক যে সংগঠন খোলা হয়েছে, তাঁরা কিন্তু ইতিমধ্যেই জেলায় জেলায় সংগঠনের বিস্তার শুরু করে দিয়েছে।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!