এখন পড়ছেন
হোম > অন্যান্য > পৃথিবীর উদ্ভট পাঁচটি শহর, যা ভাবনার অতীত! আসুন দেখি

পৃথিবীর উদ্ভট পাঁচটি শহর, যা ভাবনার অতীত! আসুন দেখি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পৃথিবীতে রয়েছে নানান অদ্ভুত জিনিস যা আমাদের মনমুগ্ধকর। কিন্তু পৃথিবীর বুকে গড়ে উঠেছে মানুষের তৈরি কিছু উদ্ভট শহর যার সম্পর্কে জানলে আপনারা অবাক হবেন, মনে হবে, এমনটাও কি হতে পারে! আসুন জেনেনি এমন কিছু অদ্ভুত শহরের কথা।

(৫) চীনের বুকে ইউরোপ: আজ্ঞে হ্যাঁ, চীনের বুকে রয়েছে এমন এক জায়গা যেখানে গেলে আপনার মনে হবে আপনি চীনে নয়, আপনি ইউরোপের কোন শহরে এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন জিনিসের প্রতিলিপি বানানো বা অনুকরণ করা ব্যাপারে চীনের জুড়ি মেলা ভার কিন্তু তা বলে একটি গোটা শহর!! হ্যাঁ এমনটাই ঘটেছে। ইউরোপের অস্ট্রিয়া দেশের হালস্তেড নামক একটি ছোট গ্রামের অবিকল অনুকরণ করে চীনে গড়ে উঠেছে একটি শহর। সেখানে পথঘাট, ঘর-বাড়ি, চার্চ সবই একেবারে অবিকল আসল হালস্তেড গ্রামের মতো। তবে মজার ব্যাপার কি জানেন? চীনের তৈরি এই হালস্তেড শহরে একটি বাড়ি কেনার দাম অস্ট্রিয়ার হালস্তেড থেকে ঢের বেশি।

(৪) নীল শহর: ভারতের পিংক সিটি হিসেবে পরিচিত রয়েছে জয়পুর তা আমরা সকলেই জানি কিন্তু আফ্রিকার উত্তরের মরক্কো দেশ রয়েছে এক অপূর্ব সুন্দর শহর যার সমস্ত কিছু নীল রঙের ঢাকা। শহরের প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি দরজা, প্রত্যেকটি জানলা, প্রত্যেকটি দেওয়াল এমনকি প্রত্যেকটি সিঁড়ি নীল রঙের। আকাশী থেকে হালকা নীল থেকে গাঢ় নীল নানান নীল রঙে ঢেকে গিয়েছে পুরো শহর। বলা হয়, এই শহরে একসময় বাস ছিল ইহুদিদের এবং এই ইহুদীদের পবিত্র রং ছিল নীল। তাই তারাই শহরটিকে নীল রঙে ঢেকে দিয়েছিলেন। এখন এই শহর ছেড়েছেন ইহুদীরা বহুদিন কিন্তু তাদের সেই ঐতিহ্যের ধারাই এখনো চলে যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

(৩) এক ছাদের তলায় গোটা শহর: কখনো ভেবেছেন একটি গোটা শহর দেখতে পাবেন, যা সম্পূর্ণ একই ছাদের তলায়। তবে, অবাক হলেও এমনই ঘটনা ঘটেছে আলাস্কায়। আলাস্কার হুইটার শহরটি একটি বিশাল ১৪ তলা বিল্ডিং। এই একই বিল্ডিং এর মধ্যেই রয়েছে শহরের সমস্ত দোকান, রয়েছে থানা, রয়েছে হাসপাতাল এমনকি রয়েছে চার্চও। এ বিল্ডিংটি তৈরি হয়েছিল সৈন্যবাহিনীর উদ্দেশ্যে, কিন্তু বর্তমানে গোটা শহরটি এই একটি বিল্ডিং এ পরিণত হয়েছে। এই ছোট্ট শহরে বাস করে মাত্র দুশো কুড়ি জন। আলাস্কার এই অঞ্চলে সারাবছর অত্যন্ত ঠান্ডা থাকে এবং তার সাথে হাড় কাঁপানো ঝড়ো হাওয়া বয়। সেই ঠান্ডার প্রকোপ থেকে বাঁচার জন্য সারা বছরই হিটিং সিস্তেম বজায় রাখতে হয়। যাতে সহজে এবং সস্তায় সেই ব্যবস্থা করা যায়, তার জন্যই গোটা শহর একটি বিল্ডিং এ নিয়ে আসা হয়েছে।

(২) একটি শহর যেখানে কেউ মরে না: জানলে অবাক হবেন কিন্তু পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে কোন মানুষ মরতে পারে না। পৃথিবীর উত্তর মেরুর নিকটতম শহর হল লংয়িয়ারবাইন। লংয়িয়ারবাইন শহরটি নরওয়ের সালভার্ড দ্বীপপুঞ্জে অবস্থিত। পৃথিবীর উত্তর মেরুর এত কাছে হওয়ায় এই শহরের আবহাওয়া অত্যন্ত ঠান্ডা। এই অত্যন্ত ঠান্ডায় কোন মৃত ব্যক্তিকে কবর দেওয়া হলে তার শরীর ক্ষয় হয় না এবং মৃত্যুর সময় শরীর যে অবস্থা ছিল সেই অবস্থায় সংরক্ষিত হয়। এই অবস্থায় থাকার থাকলে বন্য পশুদের খাবারে পরিণত হয় মৃত ব্যক্তির দেহ। এই ঘটনা যাতে না ঘটে তাই, এই শহরে একটি কবরস্থান থাকলেও গত ৭০ বছরে সেটি ব্যবহার করা যায়নি। যদি কোন ব্যক্তির মৃত্যু আসন্ন মনে হয় তখন তাকে প্লেনে করে নরওয়ের মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়।

(১) গুহার শহর: একবিংশ শতাব্দীতে পৃথিবীর বুকে একটি শহর রয়েছে যেখানে মানুষ গুহায় বাস করে এখনো আফ্রিকার উত্তরে অবস্থিত তিউনিসিয়া দেশের মাটমাটা নামক শহরে এখনও বহু মানুষ মাটির নিচে গুহায় বাস করে। যদিও সত্তর এর দশক থেকে সেখানে বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে কিন্তু সেখানকার পুরনো অধিবাসীরা এখনও তাদের পুরনো ঐতিহ্য বজায় রেখে গুহায় বাস করাকেই প্রাধান্য দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!