এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পৃথক রাজ্যের দাবি তুলতেই অস্বস্তিতে বিজেপি সাংসদ, কড়া পদক্ষেপ তৃণমূলের!

পৃথক রাজ্যের দাবি তুলতেই অস্বস্তিতে বিজেপি সাংসদ, কড়া পদক্ষেপ তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   সম্প্রতি উত্তরবঙ্গের মানুষদের কথা তুলে ধরে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তিনি উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চল করবার জন্য দাবি জানাবেন বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা। আর তারপর থেকেই রীতিমত শোরগোল তৈরি হয়েছে গোটা রাজ্যজুড়ে। তৃণমূলের পক্ষ থেকে উত্তরবঙ্গের নেতারা প্রতিটি জেলায় সাংবাদিক সম্মেলন করে বিজেপি সাংসদের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। পাশাপাশি বিজেপি সাংসদ উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি তুললেও, এই বিষয় নিয়ে দ্বিধা-বিভক্ত হতে দেখা গেছে গেরুয়া শিবিরকে।

দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী কোনোভাবেই এই মন্তব্যকে সমর্থন করেননি। স্বাভাবিক ভাবেই গোটা পরিস্থিতি নিয়ে চাঞ্চল্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কোনোমতেই যে তিনি বাংলা ভাগ করতে দেবেন না, নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌আর এই পরিস্থিতিতে এবার আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের উত্তরবঙ্গ পৃথক করার মন্তব্যকে হাতিয়ার করে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। যেখানে হেভিওয়েট এই বিজেপি সাংসদের বিরুদ্ধে নেওয়া হল আইনি পদক্ষেপ।

সূত্রের খবর, রবিবার জন বারলার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস। যেখানে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ জানান জেলা যুব তৃনমূলের সভাপতি জাকিরিয়া হোসেন। যেখানে তিনি লেখেন, “সংসদের একজন সদস্য হয়ে, জনপ্রতিনিধি হয়ে জন বারলা কি করে রাজ্যভাগের কথা বলেন? উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গাতেই উন্নয়ন হচ্ছে। উনি কোথায় সন্ত্রাস দেখছেন? ওনার রাজ্য বিভাজনের মন্তব্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি হতে পারে।” বিশেষজ্ঞরা বলছেন, বিজেপি সাংসদের মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস সরাসরি ময়দানে নেমে পড়ল। আইনি পদক্ষেপ গ্রহণ করে তৃণমূল বিজেপিকে আরও চাপে ফেলে দেওয়ার চেষ্টা করল বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, বারবার বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বার রাজ্যে শাসক দল ক্ষমতায় আসার পর থেকে যথেষ্ট চাপে পড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। সম্প্রতি উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে একটি বিস্ফোরক মন্তব্য করেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। আর তারপরই এই মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয় গোটা রাজ্যজুড়ে। এমনকি বিজেপির অন্দরেও এই মন্তব্যকে নিয়ে দ্বিধা-বিভক্ত রুপ প্রকাশ্যে চলে আসে।

আর তার মাঝেই এবার সরাসরি বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আইনি পদক্ষেপ গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। স্বাভাবিক ভাবেই গোটা ঘটনায় আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ এবং ভারতীয় জনতা পার্টির অস্বস্তি যে দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!